সাঈদীর মুত্যু পরিকল্পিত মেডিকেল কিলিং হতে পারে : মিজানুর রহমান আজহারী
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে ইসলামী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের পঞ্চম ও শেষ দিনে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আজহারী বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শিরক-বিদআতের আস্তানা তছনছ করে দিয়েছিলেন। তিনি আজীবন ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চেয়েছেন। তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে।
তিনি বলেন, আমাদের জন্মের পর থেকে এ রকম সুন্দর সময় আমরা পাইনি। তাই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখতে হবে। তদন্ত কমিটির রিপোর্ট গণমানুষের কাছে জানাতে হবে।
অধ্যক্ষ নজরুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন- অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন- চট্টগ্রাম নগর জামায়াত আমির শাহজাহান চৌধুরী, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, সাঈদীপুত্র মাওলানা শামীম সাঈদী প্রমুখ।
এর আগে আজহারীর মাহফিল উপলক্ষে সকাল থেকেই নগরীর প্যারেড ময়দানের দিকে আসতে শুরু করেন বিভিন্ন বয়সী মুসল্লি। গাড়ি না পেয়ে অনেকে পায়ে হেঁটে মাহফিলের দিকে আসতে থাকেন। নগরীর সব রাস্তার শেষ যেন মেশে প্যারেড ময়দানে।
চকবাজার প্যারেড ময়দানে দীর্ঘ ২৯ বছর একাধারে তাফসির মাহফিলে বয়ান করে গেছেন জনপ্রিয় ইসলামি বক্তা প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদী। তার অনুপস্থিতিতে এবারই প্রথম তাফসির মাহফিল হচ্ছে। সোমবার (২৭ জানুয়ারি) থেকে পাঁচ দিনব্যাপী এই ঐতিহাসিক মাহফিল শুরু হয়।
আজহারী মঞ্চে উঠবেন রাতে, আগেই ভরে গেছে ময়দান
যেদিকেই চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সূচি অনুযায়ী, বয়ান দেওয়ার জন্য রাত ৮টায় মঞ্চে ওঠার কথা মিজানুর রহমান আজহারীর। তবে বিকেলের মধ্যেই কানায় কানায় ভরে গেছে গোটা মাহফিল এলাকা। যদিও সকাল থেকেই আসতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন। এদিন মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে বয়ান করবেন ড. মিজানুর রহমান আজহারী।
জানা গেছে, আজহারী রাত আটটার দিকে বয়ান শুরু করবেন। কিন্তু বিকেলের মধ্যেই পূর্ণ হয়ে গেছে পুরো প্যারেড ময়দান। মাহফিলকে কেন্দ্র করে সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসতে শুরু করেন মুসল্লিরা। কেউ একা আবার কেউবা দলবদ্ধ হয়ে এসেছেন ময়দানে। মাহফিলে আগতরা জুমার নামাজ আদায় করেন এই ময়দানে।
মাহফিলে আসা নুরুল আজিম নামের এক যুবক কালবেলাকে বলেন, আজহারী হুজুরের মাহফিল উপলক্ষে আমরা বাস নিয়ে প্যারেড ময়দানে এসেছি। বেলা ১১টায় এসেছি যেন সামনের দিকে জায়গা পাই।
মধ্যবয়সী আহমদুল্লাহ জানান, তিনি এসেছেন বাঁশখালী উপজেলা থেকে। মাহফিলের মাঠে জায়গা পাওয়ার জন্য তিনি দুপুরেই চলে এসেছেন।
শুধু এ দুজনই নন, আজহারীর মাহফিল উপলক্ষে সকাল থেকেই নগরীর প্যারেড ময়দানের দিকে আসতে শুরু করেন বিভিন্ন বয়সী মুসল্লি। গাড়ি না পেয়ে অনেকে পায়ে হেঁটে মাহফিলের দিকে ছুটতে থাকেন। নগরীর সব রাস্তার শেষ যেন মিশেছে প্যারেড ময়দানে। আয়োজকদের ধারণা, মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হবে।
চকবাজার প্যারেড ময়দানে দীর্ঘ ২৯ বছর একাধারে তাফসির মাহফিলে বয়ান করে গেছেন জনপ্রিয় ইসলামি বক্তা প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদী। তার অনুপস্থিতিতে এবারই প্রথম তাফসির মাহফিল হচ্ছে। সোমবার (২৭ জানুয়ারি) থেকে পাঁচ দিনব্যাপী এই ঐতিহাসিক মাহফিল শুরু হয়।

No comments