“শার্লক হোমস” যখন ক্রিকেটার! by হাসনাইন মো: আকিফ

মে মাসের ২২ তারিখ আমাদের সবার প্রিয় লেখক স্যার আর্থার কোনান ডয়েলের জন্মদিন। শুভ জন্মদিন “শার্লক হোমস”-এর জনক।
স্যার আর্থার কোনান ডয়েল, “ক্রাইম ফিকশন”-এর চিন্তাধারাই যিনি পাল্টে দিয়েছিলেন বিখ্যাত শার্লক হোমস চরিত্রের মাধ্যমে। ১৮৮৭ সালে “A Study in Scarlet” উপন্যাসের মাধ্যমে জন্ম নেয় গোয়েন্দা শার্লক হোমস।
শার্লক হোমস একটি কাল্পনিক গোয়েন্দা চরিত্র এই কথা এখনো অনেকেই বিশ্বাস করেন না। কেউ কেউ বলেন স্যার আর্থার কোনান ডয়েল নিজেই শার্লক হোমস। তাদের দুইজনের চরিত্রের ভেতর অসম্ভব মিল। দুইজনের কাজের ধরন, কোকেন আসক্তি, গভীর রাতে বেহালা নিয়ে বসে পড়া! নিজের ব্যক্তিজীবনের প্রতিফলন ঘটিয়েছিলেন শার্লক হোমস চরিত্রে আর পেশাগত জ্ঞানের প্রতিফলন ঘটিয়েছিলেন হোমসের ঘনিষ্ঠ সহচর ডা. ওয়াটসনের মাধ্যমে। বর্তমানে শার্লক হোমসের রচনাসমগ্র স্কটল্যান্ড ইয়ার্ডসহ বিশ্বের প্রায় ২৩ দেশের গোয়েন্দা ট্রেনিং স্কুলের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত।
আমি শার্লক হোমস রচনাসমগ্র প্রথম পড়েছিলাম ক্লাস ফোর অথবা ফাইভে! স্বাভাবিক, বেশিরভাগ রহস্যই বুঝিনি তখন। পরে আরো অনেকবার পড়েছি স্কুল এবং কলেজে উঠে। এতো অসাধারণ!
ক্রিকেট ব্যাট হাতে কিশোর আর্থার
স্যার কোনান ডয়েল ছিলেন পেশায় ডাক্তার, পরে হয়েছিলেন বিখ্যাত রহস্য উপন্যাস লেখক, শখের আইনজীবী হিসেবে লন্ডনের আদালতে দুটি কেস লড়ে জিতেছেন ১৯০৮ সালে। ছিলেন “পোর্টসমাউথ ফুটবল এসোসিয়েশন ক্লাব”-এর গোলকিপার, সাসেক্সের একটি ক্লাবের হয়ে খেলেছেন গলফ, আর্কিটেকচারের উপরেও জ্ঞান ছিলো, নকশা করেছিলেন বেশ কয়েকটি বাগানবাড়ির। কিন্তু যেটা অনেকেই জানেন না, স্যার কোনান ডয়েল একজন ক্রিকেটারও ছিলেন!
১৮৯৯-১৯০৭ সালের ভেতর ঐতিহ্যবাহী মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব অর্থাৎ ক্রিকেটের আঁতুড়ঘর এমসিসির হয়ে দশটি প্রথম শ্রেনীর ম্যাচ খেলেছিলেন। প্রথম শ্রেনীর ক্রিকেটে তার সর্বোচ্চ রান ৪৩। ওকেশনাল বোলার ছিলেন, ক্যারিয়ারে একটিই মাত্র উইকেট পেয়েছিলেন, সেটা কার জানেন? বিখ্যাত ক্রিকেটার, ক্রিকেটের “খ্যাঁপাটে বুড়ো” ক্রিকেটের অমর চরিত্র আরেক ডাক্তার ডব্লিউ. জে. গ্রেসের!
শার্লক হোমসের আস্তানা, 221-B বেকার স্ট্রিট লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের একদম কাছেই। যদিও বাস্তবে এইরকম কোন ঠিকানা ছিলো না, কিন্তু বেকার স্ট্রিট নামে একটা জায়গা ছিলো একসময়। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ওই ঠিকানায় প্রচুর চিঠি আসে প্রতিদিন। বেশিরভাগ চিঠিতে বিভিন্ন রহস্য সমাধানের অনুরোধ থাকে। অবশ্য চিঠির উত্তরে ভক্তদের জানানো হয় “শার্লক হোমস বর্তমানে অবসর গ্রহণ করায় কেসটি নিতে পারছেন না”।
শিল্পীর তুলিতে ক্রিকেট মাঠে স্যার আর্থার কোনান ডয়েল
ব্যক্তিজীবনে বহুগুনে গুণান্বিত স্যার আর্থার কোনান ডয়েলের অনবদ্য সৃষ্টি শার্লক হোমসের জনপ্রিয় কিছু উক্তি শেয়ার করলাম।
“It is an old maxim of mine that when you have excluded the impossible, whatever remains, however improbable, must be the truth.’
“I never guess. It is a shocking habit,—destructive to the logical faculty.”
“You see, but you do not observe. The distinction is clear.”
“The world is full of obvious things which nobody by any chance ever observes.”
“They say that genius is an infinite capacity for taking pains,’ he remarked with a smile. ‘It’s a very bad definition, but it does apply to detective work.”
“It is a capital mistake to theorize before one has data. Insensibly one begins to twist facts to suit theories, instead of theories to suit facts.”
“You know my method. It is founded upon the observation of trifles.”
“My name is Sherlock Holmes. It is my business to know what other people don’t know.”
“I think that you know me well enough, Watson, to understand that I am by no means a nervous man. At the same time, it is stupidity rather than courage to refuse to recognize danger when it is close upon you.”
“I confess that I have been blind as a mole, but it is better to learn wisdom late than never to learn it at all.”
“When a doctor does go wrong, he is the first of criminals. He has the nerve and he has the knowledge.”
“I think that there are certain crimes which the law cannot touch, and which therefore, to some extent, justify private revenge.”
“I listen to their story, they listen to my comments, and then I pocket my fee.”
শার্লক হোমস পড়ার পর নিজে শার্লক হোমস হতে চায়নি এমন একটা বাচ্চাও মনেহয় পাওয়া যাবে না, আমিও ব্যতিক্রম ছিলাম না।
স্যার ডয়েলকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা।

No comments

Powered by Blogger.