বাংলাদেশের সঙ্গে চীনের সামরিক সম্পর্ক দৃঢ়ভাবে, দ্রুত অগ্রসর হচ্ছে

সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক দৃঢ়ভাবে ও দ্রুততার সঙ্গে অগ্রসর হচ্ছে। বাংলাদেশে নিযুক্ত চীনের প্রতিরক্ষা এটাশে সিনিয়র কর্নেল লিউ ফাংজিয়ান এ কথা বলেন।

দুই দেশের উচ্চপর্যায়ে ঘন ঘন সফর বিনিময়, সরকারি কর্মকর্তাদের সফর ও প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে বিচক্ষণ সহযোগিতা ও ফলপ্রসূ সহযোগিতা ক্রমাগত গভীর হচ্ছে বলে উল্লেখ করে তিনি।

দূতাবাসে এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রতিরক্ষা এটাশে বলেন, চলতি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে সফল ও ফলপ্রসূ সফর শেষ করে দেশে ফিরেছেন, যা দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতায় নতুন গতি এনেছে।

তিনি উল্লেখ করেন যে ২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঐতিহাসিক সফরের পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কটি সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বে উন্নিত হয়।

চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)’র ৯২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের চীনা দূতাবাস এই সম্বর্ধনার আয়োজন করে।

বাংলাদেশ ও চীনের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক, প্রতিরক্ষা এটাশে, বুদ্ধিজীবীসহ প্রায় ৩০০ অতিথি এতে অংশ নেন।

স্বাগত বক্তব্যে সিনিয়র কর্নেল লিউ গত ৯২ বছরে পিএলএ’র অর্জন এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায় তার অবদান তুলে ধরেন।

No comments

Powered by Blogger.