ভারতের অনুরোধ প্রত্যাখ্যান, জাকির নায়েককে ফেরত দেবে না মালয়েশিয়া

প্রখ্যাত ইসলামপ্রচারক জাকির নায়েককে ভারতের হাতে প্রত্যর্পণ না করার অধিকার রয়েছে মালয়েশিয়ার, জানিয়ে দিলেন সেদেশের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তার দাবি, ভারতে সুবিচার পাবেন বলে মনে করেন না জাকির। তার আশঙ্কাকে সমর্থন জানিয়েছে মালয়েশিয়া।
সম্প্রতি 'দ্য স্টার' পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে মহাথির জানিয়েছেন, এর আগে মালয়েশিয়ার অনুরোধ সত্ত্বেও সাবেক পুলিশ কম্যান্ডো সিরুল আজহার উমরকে প্রত্যর্পণ করেনি অস্ট্রেলিয়া। মঙ্গোলিয়ার এক নাগরিককে হত্যার দায়ে সিরুলকে প্রাণদণ্ড দিয়েছিল মালয়েশিয়ার আদালত।
এর আগেও অবশ্য জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাতে অস্বীকার করেছে মালয়েশিয়া। ২০১৬ সালে গুলশানের হামলার পর থেকে জাকির নায়েকের বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করছে ভারত। তিনি একপর্যায়ে মালয়েশিয়ায় আশ্রয় গ্রহণ করেন। খবরে প্রকাশ, তাকে স্থায়ী নাহরিকত্ব প্রদান করেছে মহাথিরের সরকার।
কূটনৈতিক সূত্রে একাধিক বার প্রত্যর্পণের অনুরোধ করা সত্ত্বেও নায়েককে ফেরত পাঠায়নি মালয়েশিয়া।

No comments

Powered by Blogger.