‘আমেরিকার জনগণ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না’ -ই. মাইকেল জোন্স

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না আমেরিকার জনগণ। ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে গতকাল একথা বলেছেন আমেরিকার প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ই. মাইকেল জোন্স।
তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলি লবি আমেরিকাকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে দিতে চায় কিন্তু আমেরিকার জনগণ তা চায় না। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলি লবি মধ্যপ্রাচ্যে নতুন করে আরেকটি যুদ্ধ বাধাতে চাইছে।
আমেরিকা সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কথিত হুমকি মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্যে বিশেষ করে পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ ও বি-৫২ বোমারু বিমান মোতায়েন করেছে। শুধু তাই নয় ইরাকে মার্কিন দূতাবাস ও কন্স্যুলেট ভবন থেকে জরুরি নয় -এমন লোকজনক দ্রুত দেশে ফিরিয়ে নিচ্ছে।
তবে ইরানি কর্মকর্তারা বলছেন, এসবই আমেরিকার পক্ষ থেকে মনস্তাত্ত্বিক যুদ্ধ; তারা ইরানের সঙ্গে সরসারি সামরিক সংঘাতে জড়াবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমেরিকার সঙ্গে উত্তেজনা আছে তবে যুদ্ধ হবে না। যুদ্ধ হলে আমেরিকার স্বার্থ রক্ষা হবে না; তারা পরাজিত হবে।

No comments

Powered by Blogger.