‘আফগানিস্তানে চূড়ান্তভাবে পরাজিত হতে চলেছে আমেরিকা’

তালেবানের প্রধান আলোচক শের মোহাম্মদ আব্বাস স্তানেকেজাই বলেছেন, চূড়ান্তভাবে পরাজিত হতে চলেছে আমেরিকা এবং শিগগিরই তারা আফগানিস্তান ছাড়তে বাধ্য হবে। আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়েছে, কাতারের দোহায় গত মাসের ২৮ তারিখে এক অভ্যন্তরীণ সমাবেশে এ কথা বলেছেন তিনি। তিনি আরও বলেন, আমেরিকা হয় নিজে থেকে আফগানিস্তান ছাড়বে নয় তো তাকে আফগানিস্তান থেকে পাততাড়ি গুটাতে বাধ্য করা হবে। স্তানেকেজাই'র নেতৃত্বাধীন আলোচকরা মার্কিনীদের সঙ্গে আলোচনায় বসার মাত্র দু’দিন আগে এ মন্তব্য করেন তিনি। তালেবানপন্থি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ বক্তব্যের ভিডিও গত শুক্রবার প্রকাশিত হয়েছে।
অতীতে ব্রিটিশ এবং অধুনালুপ্ত সোভিয়েত আগ্রাসনের মোকাবেলায় আফগান জাতির বীরত্বের প্রশংসা করেন তিনি। পাশাপাশি আফগানিস্তানে চলমান বিদেশি সামরিক উপস্থিতির মোকাবেলায় আফগান জাতির বীরত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেন তিনি।
তিনি বলেন, গত শতাব্দিতে দুই পরাশক্তিকে পরাজিত করতে আল্লাহ আফগান জাতিকে সহায়তা করেছে। বর্তমানে তৃতীয় পরাশক্তির মোকাবেলা করছে আফগান জনগণ এবং এটিও চূড়ান্তভাবে পরাজিত হতে চলেছে।

No comments

Powered by Blogger.