কাতারে আবার তালেবান-মার্কিন আলোচনা শুরু

আফগানিস্তানের তালেবান ও মার্কিন সরকারের প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় আবার নতুন করে আলোচনা শুরু করেছেন। তবে এবারের আলোচনায়ও আফগান সরকারকে বাদ দেয়া হয়েছে।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে বুধবার বলেন, কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠেয় ৬ষ্ঠ রাউন্ড আলোচনায় আফগান সরকারকে যোগ দেয়ার অনুমতি দেয়া হয় নি। তিনি বলেন, এ আলোচনায় তালেবান ও মার্কিন সরকার ছাড়া অন্য কোনো পক্ষ থাকতে পারবে না। তবে স্বাগতিক হিসেবে কাতারের কয়েকজন কর্মকর্তাকে থাকতে দেয়া হয়েছে। আফগান সরকারকে অবৈধ সরকার মনে করে তালেবান।
আফগানিস্তানে মার্কিন দূতাবাস এ নিয়ে কোনো মন্তব্য করে নি। দোহা আলোচনায় আফগান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খালিলজাদ উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আফগানিস্তানের টোলো নিউজ চ্যানেলকে বলেন, স্থায়ী যুদ্ধবিরতি ও যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি দিলেই কেবল শান্তি চুক্তি হবে। তিনি জানান, মার্কিন সেনা প্রত্যাহারের ওপর গুরুত্ব দিচ্ছে তালেবান যোদ্ধারা।

No comments

Powered by Blogger.