গাজা থেকে দৈনিক ১,০০০ ক্ষেপণাস্ত্র ছুটে আসতে পারে: ইসরাইল

ইহুদিবাদী ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, অবরুদ্ধ গাজা থেকে প্রতিদিন ইসরাইলের দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র ছুটে আসতে পারে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ক্ষেপণাস্ত্র শক্তির দিক থেকে লেবাননের হিজবুল্লাহর পর্যায়ে পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করা হয়েছে।
ইসরাইলি ওয়েব সাইট 'ওয়ালা' জানিয়েছে, ইসরাইলি সামরিক বিশেষজ্ঞরা দীর্ঘ গবেষণার পর নিশ্চিত হয়েছেন ভবিষ্যতে নতুন কোনো যুদ্ধ শুরু হলে গাজার হামাস ও ইসলামি জিহাদের পক্ষ থেকে প্রতিদিন এক হাজার ক্ষেপণাস্ত্র তাদের দিকে ছুটে আসবে।
এছাড়া গাজা থেকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বেলুন বোমার মোকাবেলাও করতে হতে পারে বলে মন্তব্য করেছেন ইসরাইলের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল হেরযি হালেভি। তিনি বলেছেন, তার বাহিনী এ ধরণের অস্ত্র মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে।
সাম্প্রতি সংঘাতের সময় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস প্রথমবারের মতো ড্রোনের সাহায্যে ইসরাইলে হামলা চালিয়েছে। ইসরাইলি গণমাধ্যম বলছে, হামাসের ড্রোন থেকে ইসরাইলি সেনাবহরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট নয়।

No comments

Powered by Blogger.