সেজদা দিয়ে অমুসলিম ফুটবলারের অভিনব প্রতিবাদ

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মাসজিদে জঙ্গি হামলায় অন্তত ৫০ জন মুসলিম নাগরিক নিহত হয়েছেন। বর্বরোচিত এই হামলায় ধাক্কা খেয়েছে গোটা বিশ্ব । ব্যতিক্রম নয় ক্রীড়াঙ্গন। নিউজিল্যান্ড খেলোয়াড়দের মানসিক দায় আরও বেশি। কারণ এই সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল। ফলে দেশটির ক্রীড়াঙ্গনের সদস্যরা যে যার মতো করে সহমর্মিতা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদের মিছিলে নতুন করে যোগ হলো কস্তা বারবারোস নামের নিউজিল্যান্ডের এক ফুটবলারের নাম।   
অভিনব পন্থায় নিজের গোল উদযাপন করে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং হামলাকারীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন কস্তা।
গতকাল রাতে অস্ট্রেলিয়ান ‘এ’ লিগে ব্রিসবেন রোয়ারের বিপক্ষে খেলার ছিল মেলবোর্ন ভিক্টরির।  খেলায় ২-১ গোলে জিতেছে মেলবোর্ন ভিক্টরি। মেলবোর্নের হয়ে দুটি গোলই করেছেন নিউজিল্যান্ডের ২৯ বছর বয়সী উইঙ্গার কস্তা বারবারোস।
২৪ মিনিটে প্রথম গোলটি করেন এই অমুসলিম ফুটবলার। এরপর মাঠের মধ্যেই হাঁটু মুড়ে বসে নামাজের মতো করে ‘সেজদা’ করেন।
খেলা শেষে স্পোর্টসকে বারবারোস বলেন, ‘সত্যি কথা বলতে, ভীষণ বিধ্বস্ত লাগছে। ভীষণ আবেগের দিন। হতাহতের স্বজনদের  কাছে এটা কিছু না, কিন্তু এটা বিশেষ কিছু। অভিনব এই গোল উদযাপন সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দল-মত-ধর্ম নির্বিশেষে সবাই বারবারোসের  প্রতিবাদের প্রশংসায় পঞ্চমুখ।

No comments

Powered by Blogger.