কঙ্গোতে গোষ্ঠী সংঘর্ষে নিহত ১২০

কঙ্গোতে গত এক সপ্তাহে কয়েকটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ১২০ জনেরও অধিক মানুষ নিহত হয়েছেন। বুধবার এ খবর জানিয়েছে স্থানীয় অধিকারকর্মীরা। চলমান এ সংঘর্ষ সাম্প্রতিক সময়ে দেশটির মাই দোম্বে প্রদেশে সংঘটিত হওয়া সবথেকে ভয়াবহ সংঘর্ষ। স্থিতিশীল এলাকা হিসেবে পরিচিত হলেও গত এক সপ্তাহ ধরে প্রদেশটিতে সহিংসতা বেড়েই চলেছে। রয়টার্স জানিয়েছে কঙ্গোতে আগামী রোববার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।  এ জন্য দেশের প্রত্যেক প্রদেশেই ভোটের আয়োজন করা হবে। বিশ্লেষকরা এই নির্বাচনের পূর্বে গোষ্ঠিগত শত্র“তা নিয়ে চলমান সহিংসতাকে শান্তিপূর্ন ভোটের জন্য হুমকিস্বরূপ মনে করছেন। গত রোববার বাতেন্দে ও বানুনু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মধ্য দিয়ে এ সহিংসতার শুরু হয়। অধিকারকর্মীরা জানিয়েছেন, ইতিমধ্যে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে। হাসপাতালে আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরো ৭১ জন। অনেকেই নদী পেড়িয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে গেছে। এ বিষয়ে মাই দোম্বে প্রদেশের গভর্নরকে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে অস্বীকৃতি জানান।

No comments

Powered by Blogger.