সিইসির বক্তব্যের কড়া জবাব মাহবুব তালুকদারের

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বিরুদ্ধে একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করার অভিযোগ এনেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নিজের বিরুদ্ধে সিইসির করা মন্তব্যের কড়া জবাবও দিয়েছেন তিনি। গতকাল সাংবাদিকদের নিজ কক্ষে ডেকে দেয়া এক বিবৃতিতে তিনি তার বক্তব্যে অটল থাকার কথা জানান। গত সোমবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, আমি মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে।
ওই দিন ইসিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার এসব কথা বলেন। সিইসি কে এম নূরুল হুদা মঙ্গলবার রাঙ্গামাটিতে এক অনুষ্ঠানে মাহবুব তালুকদারের এ অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেন। সিইসি বলেন, মাহবুব তালুকদার সত্য বলেননি।
নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে। রাঙ্গামাটিতে একাদশ সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
তিনি এও বলেন, সবাই নিজেদের মতো প্রচারণা চালাচ্ছেন। লেভেল প্লেয়িং ফিল্ডে অসুবিধা কোথায়? বুধবার মাহবুব তালুকদার তার বিবৃতিতে বলেন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা রাঙ্গামাটিতে বলেছেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে আমি মিথ্যা কথা বলেছি। আমি তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি।
কারণ, এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন। মাহবুব তালুকদার বলেন, একটা কথা মনে রাখতে হবে যে সিইসিসহ সব নির্বাচন কমিশনার সমান। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ইতিপূর্বে সিইসি মহোদয় আমার বিরুদ্ধে প্রকাশ্যে নানারূপ বিরূপ উক্তি করেছেন। আমি কখনো তার কথার প্রতিবাদ করিনি। কিন্তু ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে আমি মিথ্যা বলেছি, এ কথার প্রতিবাদ না করে পারলাম না।
মাহবুব তালুকদার বলেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি বলেছিলাম, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নেই, তা সাংবাদিকরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন। কমিশনার মাহবুব তালুকদার বলেন, এখনো সংশ্লিষ্ট সবাইকে বলছি, আপনারা নিজেরা বিচার-বিবেচনা করে দেখুন, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নেই? প্রসঙ্গত, ২০১৭ সালে দায়িত্ব নেয়ার পরপরই ইসি কর্মকর্তাদের বদলি ও পদোন্নতি নিয়ে আনঅফিসিয়াল নোট দিয়ে আসেন মাহবুব তালুকদার।
এর পরে বিভিন্ন সময় কমিশনের বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। গত আগস্টে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে ইভিএম প্রকল্প পাসের বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দিয়েছেন এই জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার। পরবর্তীতে সুষ্ঠু নির্বাচন নিয়ে ৫ দফা প্রস্তাবনা উপস্থাপন করতে না দেয়ায় কমিশনের বিরুদ্ধে নিজের বাকস্বাধীনতা খর্বের অভিযোগ আনেন তিনি। ওই সময় আরপিও সংশোধন নিয়ে আয়োজিত সভাও বর্জন করেন তিনি। এছাড়া সিটি নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে বিভিন্ন সময় বক্তব্য দিয়েও সাম্প্রতিক সময়ে আলোচনায় ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

No comments

Powered by Blogger.