বাংলাদেশী রেজাউরের কাণ্ড!

ড্রেসডেনে একটি মেডিকেল সেন্টারে ভাংচুরের দায়ে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশী এক অভিবাসীকে। তার নাম রেজাউর চৌধুরী (৩৬)। বলা হয়েছে, একজন চিকিৎসক তাকে ‘বাংলাদেশের টিকেট’ না দেয়ায় তিনি সেখানে ভাঙচুর করেন। ড্রেসডেনে বেলগ্রেভ মেডিকেল সেন্টারে কাঠ দিয়ে ভেঙে ফেলেন চারটি জানালা ও একটি ড্রেইন-পাইপ। এ জন্য তাকে এখন জরিমানা করা হয়েছে ১০০ পাউন্ড। গত ২৫ শে অক্টোবর স্থানীয় রাত ১০টায় এ ঘটনা ঘটে। এ নিয়ে নর্থ স্টাফোর্ডশায়ার জাস্টিস সেন্টারে শুনানি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন স্টকঅনট্রাভেল।
এ ঘটনায় রেজাউরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাতে দোষ স্বীকার করে নিয়েছেন রেজাউর। বলেছেন, চিকিৎসক তাকে বাংলাদেশে যাওয়ার টিকিট দেন নি বলে ভাঙচুর করেছেন। রেজাউর আরো বলেছেন, আগের সপ্তাহে একজন ডাক্তার তাকে বলেছেন, তিনি বাংলাদেশে যেতে পারবেন না। তার পরিবর্তে তার পরিবারকেই ইংল্যান্ডে যেতে হবে। এরপর আবার তিনি ২৫ শে অক্টোবর ওই হাসপাতালে যান এবং তার পরিবার যেন যেতে পারে তেমন একটি চিঠি দাবি করেন। কিন্তু কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন রেজাউর। তার বসবাস বৃটেনের নরমাকোটের চ্যাপলিন রোডে।

No comments

Powered by Blogger.