ওদের সুখ নিদ্রা

ওরা ভাসমান। দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন রাজধানী ঢাকায়। ওদের ভবিষ্যৎ গাঢ় অন্ধকার। ফেলে আসা দিনগুলো আর মনে করতে চান না। তারপরও জীবন চালিয়ে নিত হবে। দিন পার করতে হবে। হউক না সেটা ফুটপাতে কিংবা কোন ঝুপড়ি ঘরে। সারাদিন এখানে সেখানে দিনমজুরি কিংবা ঝি-এর কাজ করে রাতে এসে সড়কের পাশের ফুটপাতে আশ্রয় নেয়।
সন্তান, সংসার সবই তাদের এখানে। সারাদিনের পরিশ্রমের শরীর। মাথার নিচে ইটের টুকরা কিংবা কিছু একটা দিয়ে হেলান দিয়েই গভীর নিদ্রায় আচ্ছন্ন তারা। সড়ক দিয়ে শত শত গাড়ির শব্দ কিংবা হর্ণ তাদেও ঘুমের ব্যাঘাত ঘটায় না। ভাসমান মানুষের সখু নিদ্রার এ ছবি তুলেছেন আমাদের আলোকচিত্রি জীবন আহমেদ।

No comments

Powered by Blogger.