ভারতে লেখক, বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারে নিন্দা সিজেপির

ভারতে সুপরিচিত লেখক, বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারে নিন্দা জানিয়েছে অধিকার বিষয়ক সংগঠন সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস (সিজেপি)। এ ঘটনাকে তারা ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিশোধপরায়ণতা হিসেবে আখ্যায়িত করেছে। এক বিবৃতিতে তারা ওইসব ‘টার্গেটেড’ ব্যক্তির প্রতি সংহতি প্রকাশ করেছে। কড়া নিন্দা জানিয়েছে। বলা হয়েছে, এসব নাগরিক ভারতের সব নাগরিকের জন্য সাংবিধানিক অধিকার সমুন্নত রাখতে এবং তাদের পক্ষ নিতে সারাজীবন কাজ করে গেছেন। উল্লেখ্য, মঙ্গলবার বিভিন্ন রাজ্যে হানা দিয়ে ৫ জন খ্যাতনামা লেখক, বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বুদ্ধিজীবী থেকে রাজনীতিবিদ সবাই। প্রখ্যাত ঐতিহাসিক রোমিলা থাপার, অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়েক, সতীশ দেশপান্ডে, মায়া দারনাল প্রমুখ ভারতের সুপ্রিম কোর্টে ধৃত ৫ জনের মুক্তি দাবি জানিয়ে বুধবারই আবেদন করেছেন। মঙ্গলবার হায়দরাবাদ থেকে কবি ভারভারা রাও, ফরিদাবাদ থেকে শীর্ষ মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন অব সিভিল লিবার্টিজ বা পিইউসিএলের প্রধান সুধা ভরদ্বাজ, দিল্লি থেকে সাংবাদিক ও মানবাধিকার কর্মী গৌতম নওলাখা, মহারাষ্ট্র্রের থানে থেকে আইনজীবী  ও মানবাধিকার কর্মী অরুণ ফেরেরা এবং মুম্বই থেকে আইনজীবী ভেনন গঞ্জালভেজকে গ্রেপ্তার করা হয়েছে। এরা প্রত্যেকেই বামপন্থী হিসেবে সুপরিচিত। পুলিশের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার এক ষড়যন্ত্রের সঙ্গে এদের যোগসাজশ পাওয়া গিয়েছে। ওদিকে বুধবার তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে শুনানি হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। এ সময় আদালত তাদেরকে পুলিশি হেফাজতে না রেখে বাড়িতে গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছেন।

No comments

Powered by Blogger.