আসছে ইরানি মডেলের এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

ইরানি প্রযুক্তিতে তৈরি এস-৩০০
ইসলামি প্রজাতন্ত্র ইরান শিগগিরি নিজস্ব প্রযুক্তিতে তৈরি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মোড়ক উন্মোচন করবে। ইরান এ ব্যবস্থার নাম দিয়েছে বাবর-৩৭৩।
ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আহাদি গতকাল (শুক্রবার) তাবরিজ শহরে এক অনুষ্ঠানে একথা বলেছেন। তিনি জানান, চলতি ফারসি বছরের শেষ নাগাদ এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্মোচন করা হবে। আগামী ২০ মার্চ ফারসি বছর শেষ হবে।
জেনারেল আহাদি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরান প্রতিরক্ষা খাতে খুবই কম বিনিয়োগ করে যা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের সঙ্গেও তুলনার যোগ্য নয়। সৌদি আরব বিশ্বের তৃতীয় অস্ত্র আমদানিকারক দেশ অথচ ইরান এ খাতে কম বিনিয়োগ করেই মধ্যপ্রাচ্যে নিরাপত্তা দিচ্ছে। জেনারেল আহাদি জোর দিয়ে বলেন, স্বাধীন নীতি অনুসরণ করার কারণে ইরানের পক্ষে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতা অর্জন করা সম্ভব হয়েছে।

No comments

Powered by Blogger.