আহেদ তামিমির ৮ মাসের জেল

ফিলিস্তিনের বিদ্রোহী তরুণী আহেদ তামিমিকে ৮ মাসের জেল দিয়েছেন আদালত। একই সঙ্গে ১৫০০ ডলার জরিমানা গুনতে হবে তাকে। বুধবার রামাল্লার কাছে অবস্থিত ইসরাইলের সামরিক আদালতে রুদ্ধদ্বার শুনানির পর আহেদ তামিমির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। এ খবর দিয়েছে আল জাজিরা।  খবরে বলা হয়, ইসরাইলি আইনজীবীদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তাকে এই সাজা দেয়া হয়েছে। চুক্তি অনুযায়ী তামিমি তার বিরুদ্ধে উত্থাপিত ১২টি অভিযোগের মধ্যে চারটিতে নিজের দোষ স্বীকার করেন। পরে বাকি আটটি অভিযোগ তুলে নেয় ইসরাইলের আইনজীবীরা। আহেদ তামিমির আইনজীবী গ্যাবি লাস্কি এ খবর নিশ্চিত করেছেন। আদালতে তামিমি বলেন, ইসরাইলি দখলদারিত্বের কোনো বৈধতা নেই। এই আদালতও অবৈধ। পরে দুই ইসরাইলি সেনার ওপর আক্রমণ চালানোসহ আরো দুটি অপরাধের দায়ে তামিমিকে দোষী সাব্যস্ত করেন আদালত। তাকে ৮ মাসের কারাদণ্ড দেয়া হয়। তবে ইতিমধ্যেই কারাগারে কাটানো তিন মাস সময় তামিমির মোট সাজার সঙ্গে যোগ হবে। উল্লেখ্য, গত ডিসেম্বরে ফিলিস্তিনের নবী সালেহ গ্রামে ইসরাইলি সেনাদের ওপর আক্রমণ চালান ১৭ বছর বয়সী তরুণী আহেদ তামিমি। পরে এই আক্রমণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল’ হয়ে যায়। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে ইসরাইলি বাহিনী। তখন থেকেই ইসরাইলি বাহিনীর হাতে বন্দি রয়েছেন এই তরুণী।

No comments

Powered by Blogger.