‘শোন যুক্তিই আমার সৌন্দর্য’ by মিল্কি রেজা

শিল্প, শিক্ষা ও ক্যারিয়ার- যখন একই সরলরেখায় টানা যায়, তখন তা হয় অনবদ্য। বিতর্ক এমনই একটি শিল্প, যা আমাদের ব্যক্তিগত ও কর্মজীবনে বহু যোগ্যতা, অভিজ্ঞতা এবং পারদর্শিতা তৈরিতে ভীষণভাবে সাহায্য করে। বিতর্ক শিল্পচর্চা শেখায়- কীভাবে নিজেকে, নিজের অঙ্গভঙ্গিকে সাবলীল ও সুন্দরভাবে উপস্থাপন করা যায়। শেখায় জড়তা দূর করতে। উচ্চারণ, শব্দশৈলী, বাক্যশৈলী ও আচরণের পরিচ্ছন্নতা চর্চা হয় বিতর্কের মাধ্যমে। সর্বোপরি শেখায় যুক্তি, ভিত্তি ও তথ্যনির্ভর আলোচনা বা চিন্তা করতে। আর যুক্তি মানেই সৌন্দর্য। যুক্তি মানেই সঠিক বিচার। পাশাপাশি অন্যের মতামতকে প্রাধান্য দেওয়া, অন্যকে সম্মান প্রদান, বিনয় এবং অন্যের কথা শুনতে পারার সৌন্দর্য অর্জিত হয় বিতর্কচর্চার মাধ্যমে। আর এ কারণেই শিক্ষা ও ক্যারিয়ারের সঙ্গে বিতর্ক শিল্পকে আলাদা করা সম্ভব নয় বর্তমান যুগসাপেক্ষে। যুগের চাহিদানুযায়ী, তৈরি হওয়ার ক্ষেত্রে বিতর্কচর্চার বিকল্প নেই। ব্যক্তিজীবনে যেমন প্রয়োজন আকর্ষণীয় ব্যক্তিত্ব, তেমনি চাকরির প্রতিটি ক্ষেত্রেই এখন সর্বগুণসম্পন্ন ব্যক্তিত্বের চাহিদা সর্বোচ্চ। তাই শিক্ষার এ মাধ্যমকে এড়িয়ে যাওয়ার সুযোগ এখন আর নেই। সব সুন্দরই শিল্প।
এভাবেই বিতর্ক- একই সঙ্গে শিল্প ও শিক্ষাকে একটি সরলরেখায় টেনেছে। বাংলাদেশের সর্বোপরি উন্নতির লক্ষ্যে যোগ্য মানবসম্পদ তৈরির হাতিয়ার হিসেবে বিতর্ক শিল্পকেই বেছে নিয়ে কাজ করে যাচ্ছে- ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ-বিডি)। এই বিতর্ক শিল্পকে তারা ছড়িয়ে দিয়েছে দেশের বিভিন্ন কোনে- এমনকি প্রান্তিক এলাকায় পর্যন্ত। হাজার হাজার উজ্জ্বল বিতর্ক শিল্পী একত্রিত হয়ে কাজ করছেন এ ছায়াতলে। নিজেদের তৈরি করার পাশাপাশি দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন এ শিল্পীরা। এ যেন এক মেধাবীদের মেলা। প্রতিটি মুখই দেশের সম্পদ। ‘শোন যুক্তিই আমার সৌন্দর্য’- এ স্লোগান নিয়ে এগিয়ে চলেছে এই সংগঠন। দেশের প্রতিটি বিভাগে বিভাগীয় বিতর্ক উৎসব, মেডিকেল ডিবেট ফেস্টিভ্যাল, জেলাসমূহে কর্মশালা, স্কুলিং ও জাতীয় বিতর্ক উৎসবের মাধ্যমে বিতর্ক শিক্ষা প্রসার করে যাচ্ছে এনডিএফ-বিডি। সরকারি প্রশাসন ও পুলিশ প্রশাসন সবসময় আগ্রহ এবং ভালোবাসায় পাশে থেকেছে এসব উদ্যোগে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির একসময়ের সভাপতি একেএম শোয়েবের একান্ত প্রচেষ্টা ও পৃষ্ঠপোষকতায়ই গড়ে উঠে এ সংগঠন। চর্চার ধারাবাহিকতায় একে একে ১০টি জাতীয় বিতর্ক উৎসব সফলতার সঙ্গে সম্পন্ন করার পর আগামী ৯-১০ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১তম জাতীয় বিতর্ক উৎসব-২০১৮। আবারও দেশের হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিশু একাডেমিতে। বিতর্কের বিভিন্ন মাধ্যমের ওপর বিশেষ কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, প্রয়োগ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে দুদিনের এ উৎসব।

No comments

Powered by Blogger.