মোদি ‘সমাজবিজ্ঞানী’, দাবি ভারতের রাষ্ট্রপতির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের সঙ্গে তুলনা করেছেন দেশটির বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর এমনটি করতে গিয়ে আবদুল কালামকে ‘মহাকাশ বিজ্ঞানী’ আখ্যা দিয়ে মোদিকে ‘সমাজবিজ্ঞানী’ বলে উল্লেখ করেছেন তিনি। গুজরাট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় ভারতের রাষ্ট্রপতি এমন কথা বললেন। রামনাথ বলেন, কালাম স্যার সৌভাগ্যক্রমে আমার পূর্বসূরি ছিলেন। দেশের রাষ্ট্রপতি হলেও আদতে ছিলেন বিজ্ঞানী।
তাই সাধারণত তাকে আমি মহাকাশ বিজ্ঞানী বলি, আর মোদিকে বলি সমাজবিজ্ঞানী। রামনাথ আরও বলেন, মোদি গুজরাট বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই আর কালাম স্যারও কিছু দিন এখানে ছিলেন। রসিকতা করে তিনি বলেন, সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত কোনো পড়ুয়াই অল্প বয়সে মোদির মতো চা বেচতেন না। এই এক লোক যিনি এখানে জন্মেছেন, বড় হয়েছেন, পড়াশোনাও করেছেন এবং দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এটি সত্যিই অনুপ্রেরণা দেয়। মোদি ডিজিটাল ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়ার মতো নানা উদ্যোগের মাধ্যমে বর্তমান প্রজন্মের সামনে ২১ শতকের দরজা খুলে দিয়েছেন বলেও মন্তব্য করেন ভারতের রাষ্ট্রপতি। উন্নয়ন মাথায় রেখে পড়ুয়াদের সহযোগিতা, ভ্রাতৃত্বের মূল্যবোধে আস্থা রাখতেও পড়ুয়াদের আবেদন জানান তিনি।

No comments

Powered by Blogger.