জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা: স্পিকার

জাতিকে মেধাশূন্য করার জন্যই বিজয়ের আগ মুহূর্তে স্বাধীনতাবিরোধী রাজাকার ও আলবদরেরা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। বললেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবশে তিনি একথা বলেন।

স্পিকার আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রামের ফসল আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

তাঁর ৭ মার্চের দিকনির্দেশনামূলক ভাষণ শুনেই স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পরে তারা নয় মাসের যুদ্ধ শেষে বিজয়ীর বেশে ঘরে ফিরেছে।

শিরীন শারমিন বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ইতিহাস ও স্বাধীনতার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানাতে হবে।

স্কুলের শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের জন্য জাতির পিতার সংগ্রামের ইতিহাস, ৩০ লাখ শহীদদের আত্মত্যাগ, দুই লাখ মা-বোনের ত্যাগের ইতিহাস তুলে ধরতে হবে।

তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এসময় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, শাহাদাত হোসেন বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.