ট্রাম্পকে মনোনয়ন দিতে রিপাবলিকান সম্মেলন শুরু

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের জাতীয় কনভেনশন সোমবার থেকে শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছে রিপাবলিকানরা। প্রতিদ্বন্দ্বী না থাকায় দলটি থেকে ডোনাল্ড ট্রাম্পই যে দলের মনোনয়ন পাচ্ছেন, এটা অনেকটা নিশ্চিত। ক্লিভল্যান্ডের বাস্কেটবল স্টেডিয়ামের কুইকেন লোন সেন্টারে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) শুরু হয়। চার দিনের এ জাতীয় কনভেনশন শেষ হবে ২১ জুলাই। খবর এএফপি, গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমসের। চার দিনের এ কনভেনশনের শেষ দিনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে। ট্রাম্পকে নিয়ে নানা বিতর্ক থাকলেও দলীয় ডেলিগেটদের সমর্থনে তিনিই মনোনয়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ট্রাম্পের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই রণে ভঙ্গ দিয়েছেন। এছাড়া চূড়ান্ত প্রার্থীর রানিংমেটের নামও সেদিন ঘোষণা করা হবে। ইতিমধ্যে শনিবার এক সামবেশের মাধ্যমে পেন্সকে রানিংমেট হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
প্রাইমারি আর ককাসের পর ২ হাজার ৪৭২ জন নির্বাচিত ও মনোনীত ডেলিগেটস ছাড়াও ২ হাজার ৩০০ বিকল্প ডেলিগেটস, ৫০ হাজার মানুষ আর ১৫ হাজার গণমাধ্যম প্রতিনিধি উপস্থিত থাকবেন এ কনভেনশনে। আমেরিকাকে মহান করুন থিমকে সামনে রেখে চারদিনে চার স্লোগান নিয়ে মাঠে নেমেছেন রিপাবলিকার সমর্থকরা। প্রথম দিন সোমবারের স্লোগান হল- মেক আমেরিকা সেফ এগেইন (আমেরিকাকে আবার নিরাপদ করুন), দ্বিতীয় দিন মঙ্গলবারের স্লোগান হল- মেক আমেরিকা ওয়ার্ক এগেইন (আমেরিকাকে আবার কর্মক্ষম করুন), তৃতীয় দিন বুধবারের স্লোগান হল- মেক আমেরিকা ফার্স্ট এগেইন (আমেরিকাকে আবার গতিশীল করুন), শেষদিন বৃহস্পতিবারের স্লোগান হল- মেক আমেরিকা ওয়ান এগেইন (আমেরিকাকে আবার শীর্ষে তুলুন)। এ কনভেনশনে চমক থাকবে ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার বক্তব্য, ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন স্বয়ং ট্রাম্প। এদিকে কনভেনশন উপলক্ষে ক্লিভল্যান্ডে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে আইনশৃংখলা বাহিনীর আড়াই হাজার অতিরিক্ত সদস্য। ট্রাম্প একমাত্র মনোনয়নপ্রত্যাশী প্রার্থী হলেও তাকে নিয়ে খোদ রিপাবলিকান দলেই মতবিরোধ রয়েছে। এরই মধ্যে ক্লিভল্যান্ডে ট্রাম্পবিরোধী বিক্ষোভ করেছে কয়েকশ’ মানুষ। বিবসনা হয়ে প্রতিবাদ জানিয়েছেন ১০০ নারী।

No comments

Powered by Blogger.