রিপাবলিকান সম্মেলনে হিজাবি সাংবাদিকের অভিজ্ঞতা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকানদের চূড়ান্ত সম্মেলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসেন আলজাজিরার সাংবাদিক নুন সালিহ। একই সঙ্গে উষ্ণ অভ্যর্থনা এবং অভ্যর্থনাকারীদের চোখের সন্দিহান দৃষ্টি- কোনোটাই ভুলতে পারছেন না তিনি। প্রথমত, হিজাব পরে ক্লিভল্যান্ডের সম্মেলনে যাওয়ার সময় তার মনে যে ভীতি সৃষ্টি হয়েছিল তা শুরুতেই কেটে যায়। রিপাবলিকানদের আন্তরিক ব্যবহার এবং আতিথেয়তায় হিজাবের কারণে অপদস্থ হওয়ার আশংকা দূর হয়ে যায়। উপরন্তু আকাশ-নীলের শুভ্রতা ছড়ানো হিজাবটি সবার প্রশংসা কুড়ায়।
ফ্লোরিডার গভর্নর রিক স্কট, টেক্সাসের সাবেক গভর্নর রিক পেরি এবং সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হারমান কেইন তার হিজাবের প্রশংসায় মেতে ওঠেন এবং কনভেনশনে অভিনন্দন জানান তাকে। তবে অনেকের কৌতূহলী দৃষ্টিও তাড়া করেছে বলে আলজাজিরাকে জানান তিনি। তার সঙ্গে আন্তরিক ব্যবহার করলেও মুসলিমদের ব্যাপারে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন কনভেনশনে আসা রিপাবলিকানরা। ব্যক্তিগত আলাপচারিতার সময়েও তারা নুনকে জানান যে, আমেরিকান মুসলিমদের ব্যাপারে ট্রাম্পের ‘ব্যান মুসলিম’ প্রস্তাবে দ্বিধাহীনভাবে সমর্থন জানাবেন তারা। কনভেনশন চলাকালীন সাবেক নিউইয়র্ক মেয়র মারিও রুডি তার বক্তব্যে ইসলামকে সন্ত্রাসীদের আখড়া বলে অভিহিত করেন। এ সময় ‘নো ইসলাম’ ‘নো ইসলাম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলন কক্ষ। কনভেনশনের এক পর্যায়ে সাংবাদিকতার দায়িত্ব পালনের জন্য ঘুরে ঘুরে সম্মেলনের ছবি তোলার সময় মিশিগান থেকে আগত একদল ডেলিগেট তাকে হেনস্তা করার চেষ্টা করেছিল।

No comments

Powered by Blogger.