সৌদি আরবকে সহযোগী হিসেবে বিবেচনা করা উচিত হবে না- জন ব্রেনান

যুক্তরাষ্ট্রে ৯/১১-এর সন্ত্রাসী হামলার সঙ্গে সৌদি আরবকে সহযোগী হিসেবে বিবেচনা করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন সিআইএ প্রধান জন ব্রেনান। তিনি বলেছেন, ওই হামলা নিয়ে ২০০২ সালে মার্কিন কংগ্রেস যে গোপন তদন্ত করেছে তাকে প্রমাণ হিসেবে ধরে সৌদি আরবকে সহযোগী হিসেবে ধরা উচিত হবে না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, ওই তদন্ত রিপোর্ট ২৮ পৃষ্ঠার। এটি ক্লাসিফায়েড হিসেবে রাখা হয়েছে। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট ইন্টেলিজেন্স কমিটি এ রিপোর্ট তৈরি করেছে। তবে রিপোর্টটি প্রকাশ করা হবে কিনা সে বিষয়ে সহসাই সিদ্ধান্ত নেয়া হবে। তদন্তের সময় সিনেট ইন্টেলিজেন্স কমিটির প্রধান ছিলেন সাবেক সিনেটর বব গ্রাহাম। তিনি অভিযোগ করেছেন, ২০০১ সালে বিমান ছিনতাই করায় সহযোগিতা দিয়েছিলেন সৌদি আরবের কর্মকর্তারা। তিনি আরও বলেছেন, ২৮ পৃষ্ঠার ওই রিপোর্টটি জনসমক্ষে প্রকাশ করা হবে। ওদিকে আল আরাবিয়াকে এক সাক্ষাতকারে জন ব্রেনান বলেছেন, আমি মনে করি ২৮ পৃষ্ঠার এই রিপোর্টটি প্রকাশ হতে যাচ্ছে। এটা একটি ভাল বিষয়। কিন্তু ওই হামলায় সৌদি আরবকে জড়িত থাকার বিষয়ে এটাকে প্রমাণ হিসেবে দেখা উচিত হবে না মানুষের। ওই হামলার মাত্র এক বছরের মধ্যে তৈরি করা হয়েছিল রিপোর্টটি। জন ব্রেনান বলেন, এটা ছিল একদম প্রাথমিক একটি রিভিউ।

No comments

Powered by Blogger.