বাবা তোমার হাতটা একটু ধরি

বাবা তোমার হাতটা একটু ধরি। অনেকটা আবেগী কথন। ছেলের উদ্দেশে মায়ের এমন আবদার। এই আবেগী বাক্যটাই নাটকের নাম হিসেবে বেছে নিলেন আবুল হায়াত। ঈদের জন্য এ নামেই নির্মাণ করছেন একটি নাটক। এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন জাহানারা আহমেদ। ছেলের ভূমিকায় রয়েছেন শাহেদ শরীফ খান। নাটকে পরিচালক আবুল হায়াতও স্কুল মাস্টারের চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদকে কেন্দ্র করেই নাটকটি নির্মাণ করছি।
যেহেতু ঈদের ছুটিতে সবাই বাড়িতে থাকেন এবং পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে ঈদের অনুষ্ঠানগুলো দেখার চেষ্টা করেন। তাই পারিবারিক শিক্ষামূলক একটি নাটক রচনা এবং নির্মাণ করার চেষ্টা করেছি। সমাজের মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকেই আমি এ নাটকটি নির্মাণ করছি। আশা করি দর্শকের ভালো লাগবে।’ জাহানারা আহমেদ বলেন, ‘হায়াতের এ নাটকের গল্প আমার খুব ভালো লেগেছে।’ শাহেদ শরীফ খান বলেন, ‘সবসময়তো গৎবাঁধা গল্পের নাটকে অভিনয় করি। সেই ধারা থেকে বেরিয়ে আসা গল্পের নাটক এটি। আমি নাটকে নাম ভূমিকায় অভিনয় করছি। খুব ভালো লাগছে কাজটি করতে।’ নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মৌটুসী বিশ্বাস।

No comments

Powered by Blogger.