সাকিব না মুস্তাফিজ আজ কার বিদায়

এবারের আইপিএলে বাংলাদেশের দুই প্রতিনিধি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের মধ্যে যে কোনো একজনের ‘ছুটি’ হয়ে যাবে আজ। দুই টাইগারের তৃতীয় দ্বৈরথে যিনি হারবেন, তারই বিদায়ঘণ্টা বেজে যাবে আইপিএল থেকে। দিল্লিতে আজ বাঁচা-মরার এলিমিনেটর ম্যাচে মুখোমুখি সাকিবের কলকাতা নাইটরাইডার্স ও মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। গ্রুপপর্বের শেষ ম্যাচে মুস্তাফিজদের হারিয়েই শেষ চারের টিকিট কেটেছেন সাকিবরা। ওই হারে শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুযোগ হারিয়েছে হায়দরাবাদ। কোয়ালিফায়ার ওয়ানের সুবিধা হল, এ ম্যাচে জিতলেই সরাসরি ফাইনাল। আর হারলেও দ্বিতীয় সুযোগ থাকে।
কিন্তু এলমিনেটর ম্যাচে হারলেই বিদায়। আজ দিল্লিতে সাকিব ও মুস্তাফিজের লড়াইটা হবে নিজ নিজ দলের ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার। এলিমিনেটরের বিজয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। প্রতিপক্ষ কোয়ালিফায়ার ওয়ানের পরাজিত দল। সেই দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল যাবে ফাইনালে। টিকে থাকার লড়াইয়ে হায়দরাবাদের বড় ভরসা মুস্তাফিজই। ১৪ ম্যাচে ২২.২৫ গড়ে ১৬ উইকেট নিয়ে দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন বাংলাদেশের এই বাঁ-হাতি পেসার। সেই তুলনায় কলকাতায় জার্সি গায়ে এবারে অনেকটাই ম্লান সাকিব। ১০ ম্যাচে নিয়েছেন মাত্র ৫ উইকেট। ব্যাট হাতে ফিফটি মাত্র একটি। তবে কে জানে, সেরাটা হয়তো শেষের জন্যই তুলে রেখেছেন সাকিব!

No comments

Powered by Blogger.