এল ক্লাসিকো—ইউরোপের ফুটবলে এই দুটি শব্দ এখন বহুল উচ্চারিত। হবে না-ই বা কেন! সামনে যে রিয়াল-বার্সার চার-চারটি ধ্রুপদি লড়াইয়ের সম্ভাবনা।
স্প্যানিশ লিগের ফিরতি ম্যাচ আর কোপা ডেল রে ফাইনাল তো আছেই। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দুই দলই বড় জয় পেয়ে সেমিফাইনালে মুখোমুখি হওয়াটা প্রায় নিশ্চিত করে ফেলেছে। রিয়াল-বার্সেলোনা সেমিফাইনালের পথে বাধা হতে টটেনহাম ও শাখতার দোনেৎস্ককে শেষ আটের দ্বিতীয় লেগে অলৌকিক কিছু করতে হবে। সেই আশা প্রায় শূন্যের কোঠায় বলে এসে যাচ্ছে আরও দুটি এল ক্লাসিকো। পাঁচ-পাঁচবার মুখোমুখি রিয়াল-বার্সা। এ যেন এল ক্লাসিকোরই মৌসুম!
ধ্রুপদি ম্যাচের জ্বরে ফুটবল রোমান্টিকেরা কাঁপছে ঠিকই, তবে দুই যুযুধান শিবিরে আপাতত এটা নিয়ে ভাবনা নেই। তাদের ভাবতে হচ্ছে এ সপ্তাহের লিগ ম্যাচ নিয়ে। দুটি দলই মাঠে নামছে আজ। রিয়াল মাদ্রিদ খেলতে যাবে অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে, আর বার্সেলোনা ন্যু ক্যাম্পে খেলবে আলমেরিয়ার বিপক্ষে।
রিয়াল-বার্সা এবার যেন অঘোষিত একটা লড়াইয়ে অবতীর্ণ—দলীয় শক্তিকে প্রবলভাবে তুলে ধরা! প্রায় প্রতি ম্যাচ দিবসেই দুই দলের মধ্যে চলছে এই প্রতিযোগিতা। রিয়াল প্রতিপক্ষকে ৪ গোলে উড়িয়ে দিল তো বার্সা তাদের প্রতিপক্ষের জালে দিল ৫ গোল। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই যেমন ঘটল। আগের দিন রিয়াল মাদ্রিদ টটেনহামকে ৪-০ গোলে হারাল নিজের মাঠে। পরদিন বার্সেলোনা ন্যু ক্যাম্পে ইউক্রেনের শাখতার দোনেৎস্ককে উড়িয়ে দিল ৫-১ গোলে।
আজও কি এই লড়াইটা দেখা যাবে? রিয়াল মাদ্রিদ মাঠে নামছে বার্সার ২ ঘণ্টা আগে। আবারও তাহলে রিয়ালকে বার্সেলোনা দেখিয়ে দেবে তাদের শক্তি?
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে নিজেদের সেরাটা দেখানোর প্রত্যয় চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডে। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ম্যানইউর কাছে পরাজয় (১-০) ভুলে প্রিমিয়ার লিগে নতুন করে শুরু করতে চায় চেলসি। তাদের এই আকাঙ্ক্ষার সামনে পড়ছে উইগান। ম্যানইউ চেলসির বিপক্ষে জিতলেও নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি। আজ ওল্ড ট্রাফোর্ডে ফুলহামের বিপক্ষে সেটা পারবে অ্যালেক্স ফার্গুসনের দল?
ম্যানইউ-চেলসির এই পারা না-পারা থাকল ইংলিশ লিগে। ইতালির সিরি ‘আ’তে সবাই তাকিয়ে আছে শুধুই ইন্টার মিলানের দিকে। সবারই এক প্রশ্ন—ইন্টার মিলান কি পারবে শালকের কাছে ৫-২ গোলে পরাজয়ের হতাশা ভুলে নিজেদের ফিরে পেতে? সান সিরোতে প্রতিপক্ষ পয়েন্ট তালিকার ১৩তম দল শিয়েভো হলেও আজ তাই বড় পরীক্ষাই ইন্টারের।

No comments

Powered by Blogger.