কানাডায় একদিনের প্রধানমন্ত্রী ভারতীয় তরুণ

রূপকথার গল্পকে বাস্তবে রূপ দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একদিনের জন্য প্রাবজ্যোতি লক্ষ্মণ পালকে প্রতীকী প্রধানমন্ত্রী বানিয়ে নিজের চেয়ার ছেড়ে দিলেন তিনি। আর এর মধ্য দিয়েই কল্পনার এইম ইন লাইফ সত্যি হল ভারতীয় বংশোদ্ভূত তরুণ লক্ষ্মণ পালের। টাইমস অব ইন্ডিয়া জানায়, হডজকিন’স লিম্ফোমা নামের এক ধরনের জটিল ক্যান্সারে আক্রান্ত প্রাভজোতি লক্ষ্মণ পাল। এ ধরনের ক্যান্সার আক্রান্তদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। প্রাভজোতি সুযোগ পেয়েছিলেন কানাডার ইচ্ছে পূরণ বা ‘মেক আ উইশ’ কর্মসূচিতে অংশ নেয়ার।
সাধারণত কানাডায় মরণব্যাধিতে আক্রান্ত কিশোর-তরুণরা তাদের বিশেষ ইচ্ছে প্রকাশের সুযোগ পান। আর কর্মসূচির আয়োজকদের চেষ্টা থাকে সেই ইচ্ছে পূরণের। মেক আ উইশ ফাউন্ডেশন কানাডার পক্ষ থেকে যখন তার কাছে জানতে চাওয়া হয় তার ইচ্ছে সম্পর্কে। তখন প্রাভজোতি জানান, তিনি সে দেশের প্রধানমন্ত্রী হতে চান। মেক আ উইশ ফাউন্ডেশনের মাধ্যমে প্রাভজোতের ওই ইচ্ছের কথা যখন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কানে পৌঁছে তখন তিনি এটি সত্যি করতে চেষ্টা করেন। তার চেষ্টায় একদিনের জন্য প্রধানমন্ত্রী হিসেবে ভূমিকা পালন করেন প্রাভোজতি। ১৭ ফেব্র“য়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ট্রুডোর চেয়ারে বসে গোটা দিন পার করেছেন প্রাভজোত। তখন জাস্টিন ট্রুডো একটি সাধারণ চেয়ারে আসন গ্রহণ করেন।

No comments

Powered by Blogger.