তিন মাসের জন্য নিষিদ্ধ রকিবুল

দুপুরে জেমি সিডন্স বলেছিলেন, ইংল্যান্ড সফরের দলেই রকিবুল হাসানকে আশা করছেন তিনি। রাতেই জানা গেল অন্তত টেস্ট সিরিজে পূরণ হচ্ছে না বাংলাদেশ কোচের আশা। শৃঙ্খলাভঙ্গের জন্য রকিবুল হাসানের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, একই সঙ্গে আগামী তিন মাস জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে না তাঁকে। বোর্ডের টেকনিক্যাল কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে রাতের বোর্ড সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
গত ১০ মার্চ চট্টগ্রাম টেস্ট শুরুর দুই দিন আগে হুট করেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন রকিবুল। কদিন পরই অবশ্য ফেরার ইচ্ছা জানান। সেই ইচ্ছাকে স্বাগত জানিয়েছে বোর্ড। তবে রকিবুলের আচরণ বাংলাদেশ দলের প্রস্তুতিতে ক্ষতিকর প্রভাব ফেলেছে বলে শাস্তিও পেতে হচ্ছে তাঁকে। নিষেধাজ্ঞার মেয়াদকাল ১৯ মার্চ থেকে ১৯ জুন, যার অর্থ খুব বেশি ক্রিকেট রকিবুল মিস করছেন না। ৩০ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০ জনের প্রাথমিক দলেই ছিলেন না। মে-জুনে ইংল্যান্ডে দুই টেস্টের সিরিজটাই শুধু মিস করবেন। ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ শুরু ৮ জুলাই, নির্বাচকেরা চাইলে রকিবুল খেলতে পারেন সেই সিরিজ থেকেই। তবে নিষেধাজ্ঞার সময়টা ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন তিনি।
বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভবিষ্যতে কোনো ক্রিকেটার এ ধরনের কাজ করলে তাঁকে বড় শাস্তির মুখোমুখি হতে হবে।

No comments

Powered by Blogger.