কারাগার ভাড়া

নেদারল্যান্ড সরকার প্রথমবারের মতো বেলজিয়ামের কাছে তাদের খালি পড়ে থাকা কারাগার কক্ষ ভাড়া দিয়েছে।
দক্ষিণাঞ্চলীয় শহর টিলবার্গের কয়েদখানা বেশির ভাগ সময় এমনিতেই খালি পড়ে থাকে। তাই বেলজিয়ামের ৫০০ কয়েদিকে কারাগার কক্ষে নিতে রাজি হয়েছে নেদারল্যান্ড। তিন বছরের এ চুক্তি অনুযায়ী, ডাচ সরকার বেলজিয়ামের কাছ থেকে বছরে তিন কোটি ইউরো ভাড়া পাবে।
এত বেশি ভাড়া দিতে বেলজিয়ামও গররাজি নয়। তাদের কারাগারগুলোতে এখন ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী রয়েছে। সে কারণেই বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হারম্যান রম্পুই গত বছর এ ধরনের উদ্যোগ নিতে বাধ্য হন।

No comments

Powered by Blogger.