সেনা নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু সুচির

মিয়ানমারের নির্বাচন সম্পন্ন হওয়ার পর সেনা নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি। দেশটির জান্তা সরকারের প্রধান, সেনাবাহিনীর প্রধান ও স্পিকারের সঙ্গে রুদ্ধদ্বার আলোচনা করার কাজ শুরু করেছেন তিনি। এরই অংশ হিসেবে বুধবার দেশটির স্পিকারের সঙ্গে সমঝোতা আলোচনায় বসেন সুচি। খবর এএফপির। মিয়ানমারের পার্লামেন্ট স্পিকার সাবেক সেনা প্রধান সুয়ে ম্যানের সঙ্গে সাক্ষাতের অন্যতম উদ্দেশ্য শান্তিপূর্ণ কাজের পরিবেশ তৈরি করা বলে মনে করেন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পার্টির মুখপাত্র উইন হিটেইন। মিয়ানমারের শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে পর্যায়ক্রমে দেশের প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হবে বলেও জনান উইন।
রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমারের আচরণে ক্ষুব্ধ জাতিসংঘ
মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় রোহিঙ্গাদের সঙ্গে ‘অমানবিক ও বৈষম্যমূলক’ আচরণের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ। জাতিসংঘের সাধারণ সভায় মানবাধিকার কমিটি বুধবার এ সমালোচনা করে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব দিতে দেশটির আইন পরিবর্তন করার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো জাতিসংঘের ১৯৩তম অধিবেশনে ওই অনানুষ্ঠানিক প্রস্তাব আনে। প্রস্তাবে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা ও দেশটির অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লংঘন ও নিপীড়নের ঘটনায় আমরা মারাত্মকভাবে উদ্বিগ্ন।

No comments

Powered by Blogger.