ভারতে আসছেন সিরিসেনা শ্রীলংকায় যাবেন মোদি

শ্রীলংকার সঙ্গে সম্পর্ক মেরামতেও পিছিয়ে থাকছেন না মোদি। একমাস পরই শ্রীলংকা সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২৫ বছরের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীলংকা সফরে যাবেন। সিকি শতক পর এই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে কেউ দ্বীপরাষ্ট্র সফরে যেতে চলেছেন। তবে, শুধু কলম্বো নয়, তামিল অধ্যুষিত নর্দার্ন প্রভিন্সের জাফনাতেও যাওয়ার কথা মোদির। সেখানেই যুদ্ধ বিধ্বস্তদের জন্য প্রায় ৫০ হাজার বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে ভারত। মোদির শ্রীলংকা সফরের সময় উদ্বাস্তুদের ফেরানোর ব্যাপারে কথাবার্তা হওয়ার আশা দেখছে দু’পক্ষই। এদিকে শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এ মাসের শেষের দিকে নয়াদিল্লি সফরে আসছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর হবে বলে আশা করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার এ ঘোষণা দেন। শ্রীলংকার স্বাধীনতা দিবস পালন উপলক্ষে টুইটারে এক শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, ‘আমি এ মাসের শেষের দিকে প্রেসিডেন্ট সিরিসেনাকে ভারতে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি।’ মোদি আরও বলেন, ‘দু’দেশের মধ্যে ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধের যে বন্ধন রয়েছে তা অটুট থাকবে।’ শ্রীলংকা সূত্র জানায়, সিরিসেনা আগামী ১৬ ফেব্রুয়ারি দু’দিনের সফরে নয়াদিল্লি যাচ্ছেন। এর আগে সিরিসেনা বলেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে ভারত হবে তার প্রথম সফর। এএফপি। সিরিসেনা ও মোদির পিঠাপিঠি এই সফরকে রাজনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এর আগে ১৯৮৭ সালে কলম্বো সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। উদ্দেশ্য ছিল, শ্রীলংকার তৎকালীন প্রেসিডেন্ট জেআর জয়বর্ধনের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর। কিন্তু এর পর যত সময় গেছে, ততই জটিল হয়েছে দু’দেশের সম্পর্ক। শ্রীলংকায় তামিলদের ওপর অত্যাচারের অভিযোগে তৎকালীন প্রেসিডেন্ট রাজাপক্ষের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে। কমনওয়েলথ গেমসের সম্মেলন উপলক্ষে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শ্রীলংকায় যাওয়ার কথা থাকলেও তামিল দলগুলোর চাপের মুখে শেষ পর্যন্ত সফর বাতিল করেন তিনি।

No comments

Powered by Blogger.