অক্সফোর্ডে নতুন শব্দ ইলো

নতুন নতুন শব্দের সংযোজন অক্সফোর্ড অভিধানের নিয়মিত কাজ। তারই ধারাবাহিকতায় অনলাইন অভিধানে সর্বশেষ দুটি নতুন শব্দ যুক্ত করেছে অক্সফোর্ড অভিধান। এর একটি হল ‘Yolo’ যার পূর্ণরূপ করলে দাঁড়াবে 'you only live once' বা শুধু একজনের জন্যই বেঁচে আছো তুমি। এছাড়া ‘Binge’ নামে আরেকটি শব্দ যুক্ত হয়েছে। তবে এই শব্দটি একটি শব্দ যুগলের (pharse) সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ব্যাখ্যায় বলা হয়েছে along with adorbs ফ্রেসের অর্থ আকর্ষণীয় অথবা মোহনীয়। আর ‘binge-watch’ অর্থ লোভাতুর দৃষ্টিতে কোনো কিছু পর্যবেক্ষণ করা। অক্সফোর্ডের অনলাইন (oxforddictionaries.com) অভিধানে যেসব নতুন নতুন শব্দ ব্যবহার হচ্ছে, তার আলাদা বর্ণনামূলক ক্যাটাগরি করে দেয়া রয়েছে।

No comments

Powered by Blogger.