নিশো-মেহজাবীনের পারফিউম

চাকরির ইন্টারভিউ দিতে দিতে চরম হতাশ সাকিব। এই অভিশপ্ত জীবন থেকে সে মুক্তি চায়। মুক্তির পথ খুঁজে পায় না সাকিব। এর মধ্যেই তার জীবনে ঘটে এক অলৌকিক ঘটনা। গভীর রাতে ঘটনাচক্রে বোরখা পরা মহিলার কাছ থেকে একটা পারফিউম পায় সাকিব। এই অদ্ভুত পারফিউম সাকিবের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তর তর করে সাফল্য আসতে থাকে। এত সহজে সাফল্য সাকিবকে ধরা দেবে কেউই ভাবেনি। ভাবেনি সাকিব নিজেও। এক সময় আবিষ্কার করে এসবের পেছনে একটা পারফিউমের সংশ্লিষ্টতা। সাকিব প্রবলভাবে বিশ্বাস করতে থাকে পারফিউমের প্রভাবেই তার সব সাফল্য। আর পারফিউম না মাখলেই কোনো না কোনো একটা বিপদে পড়ে যায় সাকিব।
তাহলে কী সব পারফিউমটার ম্যাজিক? এক সময় পারফিউমটা শেষ হয়ে আসে। আর সাকিব পাগলের মতো রাস্তায়, ফুটপাতে... দোকানে পারফিউম খুঁজতে থাকে। কিন্তু সেই সুবাস আর খুঁজে পায় না। পারলে গাছ থেকেও সুবাস নিতে চায় সাকিব। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে। রওনক ইকরামের রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘পারফিউম’। এতে অভিনয় করেছেন নিশো ও মেহজাবীন। নাটকটি প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘অনেকদিন পর অন্য ধরনের একটা গল্পের নাটকে অভিনয় করলাম। গল্পে দারুণ চমক আছে। আর চমক রয়েছে নাটকের দৃশ্যায়নেও। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ নিশো বলেন, ‘কাল্পনিক গল্প নিয়েই বেশিরভাগ নাটক নির্মিত হয়। এটাও কাল্পনিক। তবে গল্পে টানটান উত্তেজনা রয়েছে। অভিনয় করে আমি তৃপ্ত।’ নাটকটি ঈদুল আজহায় যে কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।

No comments

Powered by Blogger.