টানাপোড়েন নিরসনে ইরানি প্রেসিডেন্ট তুরস্কে

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তুরস্কে সোমবার তার যুগান্তকারী সফর শুরু করেছেন। সিরিয়ার যুদ্ধ বিষয়ে দুদেশের তীব্র মতানৈক্য এবং আঞ্চলিক প্রভাব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও উভয় দেশ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে।
ইরানি প্রেসিডেন্ট আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লা গুল ও প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে আঞ্চলিক প্রভাবশালী উভয় দেশ নিরাপত্তাসহ বাণিজ্যিক বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। ওই অঞ্চলে শিয়া ও সুন্নির প্রভাব নিয়ে দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক সময়ে উভয় দেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন চলছে। এছাড়া সিরিয়ার যুদ্ধ নিয়েও দুদেশের অবস্থান দুদিকে। শিয়া প্রভাবাধীন ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক। অপরদিকে সুন্নি সংখ্যাগরিষ্ঠ তুরস্ক সিরিয়ার সশস্ত্র বিরোধীদের সমর্থন দিয়ে যাচ্ছে।

No comments

Powered by Blogger.