জিয়া-তারেকের কুৎসা রটনাকারীরা টিকবে না

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা কুৎসা রটাচ্ছেন তারা টিকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচারে’র প্রতিবাদে ছাত্রদলের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমানকে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল বলেন, ফিদেল কাস্ত্রো যখন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তখন তিনি আদালতে বলেছিলেন, আমাকে ফাঁসি দেন, ইতিহাস আমাকে ধারন করবে। ঠিক একইভাবে যারা জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন তারা টিকবে না। তারেক রহমানকে ইতিহাস ধারন করবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয় তখন তিনি কোথায় ছিলেন? তিনি তো রক্ষীবাহিনীর প্রধান ছিলেন। তখন আওয়ামী লীগের কোন নেতা এর প্রতিবাদ করেননি।
একমাত্র কাদের সিদ্দিকী সাহেব এর প্রতিবাদ করেছিলেন। আওয়ামী লীগ নেতাদের দেয়া বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারেক রহমান ইতিহাসের সত্য বলেছেন। বিভিন্ন বই থেকে তিনি এ সত্য উদঘাটন করেছেন। তারেক রহমানের বক্তব্যে ভুল থাকলে প্রমাণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন,  কিন্তু যে ভাষায় আওয়ামী লীগের নেতারা কথা বলছেন, তাতে প্রমাণ হয় যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। বিএনপির মুখপাত্র বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়াকে নিয়ে মিথ্যাচার নতুন কোন ঘটনা নয়। বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের নীলনকশার অংশ। তিনি বলেন, তারেক শুধু একজন ব্যক্তি নন, তিনি সেই রাজনীতি ধারণ করেছেন, যা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি। তাই তাঁকে হেয় করলে আধিপত্যবাদের নীলনকশা বাস্তবায়ন করা সহজ হবে। ছাত্রদলকে শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন কঠিন সময়। এ সময় বেরিয়ে আসতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব টিকবে না। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে।

No comments

Powered by Blogger.