ফেসবুকে নতুন সঙ্গীর খোঁজে মমতা

শেষটা মোটেও ভালো হল না আন্না-মমতা জুটির। বুধবার দিল্লির রামলীলা ময়দানে আন্না হাজারের অনুপস্থিতি ও মমতার জনসভা চরম ফ্লপ হওয়ায় উভয় নেতার মধ্যে ভাঙন শুরু হয়ে গেছে। গান্ধীবাদী নেতা বলে পরিচিত আন্না হাজারের সঙ্গে যৌথ সমাবেশ করে লোকসভা ভোটের আগে অন্য আঞ্চলিক দলগুলোর থেকে অনেকটাই এগিয়ে যাবেন ভেবেছিলেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু মাঝপথেই হাল ছেড়ে দিলেন আন্না।
ক্ষোভে-অভিমানে ফেসবুকে নয়া জোট সঙ্গীর খোঁজ শুরু করে দিয়েছেন মমতা। বুধবার মমতা তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লেখেন, ‘আমরা ভালো মানুষদের পাশে চাই। যারা এগিয়ে এসে বৃহৎ রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আঁতাত ভেঙে শুধু দেশবাসীর স্বার্থে ভোটে লড়বেন। তৃণমূল ছোট দল। আমরা আমাদের সীমাবদ্ধতা জানি। তবু আমরা লড়ে যাব। দরকার হলে একলা।’ পাশাপাশি দিল্লির ময়দানে ঝড় তুলতে না পারার দোষ মমতা চাপিয়েছেন কংগ্রেস-বিজেপির ওপর। মমতার দাবি, এই দুই দল সিন্ডিকেট করে নিজেদের স্বার্থ রক্ষা করে চলেছে। দেশের মানুষের কোনো খেয়ালই রাখে না তারা। দেশের মানুষের কাছে তাই তৃণমূল নেত্রী এগিয়ে আসতে এবং দেশের চিরাচরিত রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠতে আহ্বান জানিয়েছেন।

No comments

Powered by Blogger.