দেবযানীর ভিসা কারচুপি মামলা খারিজ

পরিচারিকার ভিসা কারচুপি মামলায় অভিযোগ থেকে অবশেষে অব্যাহতি পেলেন ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে। তার বিরুদ্ধে ওঠা ভিসা প্রতারণার অভিযোগ খারিজ করে দিয়েছেন মার্কিন আদালত। তবে কূটনৈতিক রক্ষাকবচ না থাকার যে অভিযোগ তুলেছেন দেবযানী, তা অবশ্য মানতে চাননি মার্কিন আদালত। ১৪ পাতার রায়ে বিচারপতি জানিয়েছেন, ৯ জানুয়ারি ভারতে ফিরে যাওয়ার আগপর্যন্ত তার কূটনৈতিক রক্ষাকবচ বহাল ছিল।
২০১২ অক্টোবর থেকে ২০১৪ জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কনসুুলেট অফিসার হিসেবে কর্মরত ছিলেন দেবযানী খোবরাগাড়ে। ভিয়েনা কনভেনশন মেনেই তার কূটনৈতিক রক্ষাকবচ ছিল। পরিচারিকা সঙ্গীতা রিচার্ডের বেতন নিয়ে ভিসায় ভুল তথ্য দেয়ার অভিযোগে, গত বছর ১২ ডিসেম্বর দেবযানী খোবরাগাড়েকে গ্রেফতার করা হয়। দেহতল্লাশিসহ একাধিক অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। দেবযানীকে কেন্দ্র করে ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কে এক তিক্ততার সৃষ্টি হয়।

No comments

Powered by Blogger.