পুনর্জন্ম উৎসব

কিউবার রাজধানী হাভানার নিকটবর্তী পাচেনঞ্চো গ্রামে ৫ ফ্রেব্রুয়ারি পালিত হয় ‘বোজি’ উৎসব। এ উৎসবটি ‘পাচেনঞ্চোর সমাধি’ নামে পরিচিত। ‘পুনর্জন্মের প্রতীক’ ১৯৮৪ সাল থেকে পাচেনঞ্চো গ্রামে এ অনুষ্ঠান হয়ে আসছে। গ্রামবাসীরা এ দিনটিতে যন্ত্রানুষঙ্গিত বাজায়।
বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে জীবিত মানুষটিকে একটি কবরে সমাহিত করেন, তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রথানুসারে আর সমাহিত স্বামীর পত্নীকেও বিধবার বেশ ধরতে হয়। এরপর মৃত (নকল) মানুষটির মুখে রাম (মদ) ঢেলে তাকে আবার বর্তমান জীবনে ফিরিয়ে আনেন। গ্রামবাসীদের মতে ‘টা চ্যালেঞ্জিং জীবনের প্রতি একটা সম্মান’

No comments

Powered by Blogger.