বিএনপিকে সর্বদলীয় সরকারে আহ্বান এরশাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মহাজোট ছেড়ে সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আজ সোমবার।
প্রধান বিরোধী দল বিএনপিকেও তিনি সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার আহ্বান জানান।

দুপুর ১২টার দিকে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এইচ এম এরশাদ বলেন, চলমান সংকট মোকাবিলায় সর্বদলীয় সরকারে যোগ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। তাঁর দাবি, জনগণকে বাঁচাতে তিনি ও তাঁর দল এই সিদ্ধান্ত নিয়েছেন।
এরশাদের ভাষ্য, ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘অত্যাচারী’ সরকারকে সরাতে নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ না নিলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি এরশাদ। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে বলে তাঁর বিশ্বাস। তবে নির্বাচনে কারচুপির আশঙ্কা দেখা দিলে জাতীয় পার্টি নির্বাচন করবে না। তিনি তিনবার বলেছেন, ‘কারচুপি হলে জাতীয় পার্টি নির্বাচন করবে না, করবে না, করবে না’।
এর আগে কয়েক মাস ধরে এরশাদ বলে আসছিলেন, তিনি সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাবেন না। তিনি যদি নির্বাচনে যান, জনগণ তাঁকে থুতু দেবে। আজ সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা এরশাদকে তাঁর আগে দেওয়া বক্তব্য মনে করিয়ে দেন। উত্তরে তিনি বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সবার এগিয়ে আসা উচিত। নইলে শুধু তাঁকে নয়, দেশের সব রাজনীতিককে জনগণ থুতু দেবে।

সংবাদ সম্মেলনে এইচ এম এরশাদ তিনবার বলেন, সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পা এগিয়ে এসেছেন। তিনি একটি প্রস্তাব দিয়েছেন।

জাতীয় পার্টির এই নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে তিনি ও তাঁর দল কখনো সমর্থন করেন না। তাঁদের জন্য তত্ত্বাবধায়ক সরকার কখনো সুখকর হয়নি। এ কারণে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের জন্য আনা বিলে তিনি স্বাক্ষর করেছেন। তিনি বলেন, এ মুহূর্তে প্রধান বিরোধী দল বিএনপিরও উচিত এক পা এগিয়ে আসা।

বিরোধী দলের উদ্দেশে এরশাদ বলেন, ‘আপনারাও আসুন। আলোচনার প্রস্তাব দিন। সর্বদলীয় সরকারে অংশ না নিলে কোথায় প্রস্তাব দেবেন? রাস্তায় বাস জ্বালিয়ে?’

এরশাদ দেশের রাজনৈতিক সংকট মোকাবিলায় বিদেশিদের দূতিয়ালির সমালোচনা করেন। তিনি বলেন, নিজেদের সমাধান নিজেদের করতে হবে। রাজনীতিকেরা এভাবে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারেন না।

প্রথম আলো পাঠকের ( ১৬৮ ) মন্তব্য

  • ১৯৪
    ৬১
    এটা এরশাদ ও শেখ হাসিনার একটি পাতানো খেলা। শেখ হাসিনার অধীনে একতরফা নির্বাচনকে বৈধতা দেয়ার একটি অপচেষ্টা এটি। বিএনপির নির্বাচন বয়কটকে গুরুত্বহীন করার একটি অশুভ চক্রান্ত। আগামীতে সংসদে বিরোধী দলের আসন গ্রহণের জন্য তৃতীয় জোট গঠন হয়েছে।
    • ৬৮
      ৩৩
      yes, i agree with you.
    • ৪৪
      ৫১
      এবার বি এন পি র পালা !জনগণ চাইলে কোন কারচুপি তেই কাজ হবে না ।
    • ৯৭
      ৩০
      মহাজোট ছেড়ে সর্বদলীয়(!?) সরকারে অংশগ্রহণ করা, মানে যেই "লাউ সেই কদু" ।
    • ৪৫
      সহমত আপনার কথার সাথে! কিন্তু এরশাদ যাদের সাথে জোট করছে বলে শুনছি তারা কি আদৌ এই পাতানো খেলায় অংশগ্রহণ করবে? একটা গোলক ধাধায় পরে গেলাম মনে হচ্ছে!
    • ৫৪
      ৯২
      এবার রাজাকার জোটের কবর রচনা শুরু হল।
    • ৩৫
      ১৯
      কিন্তু একটু ভেবে দেখেন, এরশাদকে এই সুযোগটা কিন্তু বি এন পিই করে দিল। এমনতো নয় যে, বি এন পিই এরশাদকে এই সুযোগ করে দিয়ে জনগণের সাথে প্রতারনা করছে ? গতকালের রায়টা কিন্তু তেমনই ইঙ্গিত বহন করে।
    • ১৯
      excellent comment!
    • ৪৩
      এরশাদ ও হাসিনা Drama......
    • ৩৪
      ১০
      এরশাদের দৃষ্টান্ত অনুসরণ করে আওয়ামী লিগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ (ইনু) সহ আর কে কে যেন মহাজোটে আছে, ওদের ও সরকার থেকে বের হয়ে আসা উচিত। এরপর সর্ব দলীয় সরকারে যোগ দেয়া উচিত। নাটকের একটা সীমা থাকা উচিত।
    • ৪৪
      ১২
      পাতানো খেলতে খেলতে শেষে না আবার দুই দলই বহিস্কার হয়ে যায় ।
    • ২২
      ৪১
      যে যাই বলুন না কেন রাজনীতির দাবায় বিএনপি বিলিন হতে চলছে, জাতিয় পার্টি নির্বাচনে যাবে এবং বিরুধি আসনে বসবে তাদের ধারাবাহিত সাংগঠনিক কার্যক্রমে সামিল হবে আওয়ামী বিরুধি মনভাবের লোগুলো বিম্পি ছেড়ে জাতীয় পার্টিতে যোগ দিয়ে। আগামি ৫টি বছর বিম্পির অনেক নেতা কর্মী জাতীয় পার্টী এবং আওয়ামীলীগে যোগ দিবে এবং বিএনপি থেকে বিএনএফ, বিএনডি, বিপিডি অনেক দলের শৃষ্টি হবে, যে ভাবে জিয়া বিভিন্ন দল থেকে লোক বাগিয়ে এনেছে ঠিক সেই ভাবে বিম্পি খন্ড বিখন্ড হতে চলছে।
    • ২১
      ৩৩
      তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এ পর্যন্ত যারাই নির্বাচনে হেরেছে তারাই নির্বাচনে কারচুপির অভিযোগে এনে তত্ত্বাবধায়ক সরকারকে দোষারোপ করেছেন। আওয়ামী লীগ/ বিএনপি কেউই পরাজিত হলে তা মেনে নেননি বরং তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করছে। এজন্য তত্তাবধায়ক সরকারের দরকার কী। অন্যান্য গণতান্ত্রিক দেশের ন্যায় এদেশে নির্বাচন হোক। বর্তমান ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়া অনেক বেশি শক্তিশালী এবং জনগণ অনেক সচেতন। নির্বাচনে কারচুপি করার কোন সুযোগ নেই। প্রতিটি সেন্টারে ভোট গ্রহণ করে সেখানেই রেজাল্ট প্রকাশ করে আসতে হয়। সরকারীভাবে ফলাফল ঘোষনার আগেই প্রার্থীগণ নিজেদের এজেন্টের মাধ্যমে মোবাইলের মাধ্যমে মোট ভোটের হিসাব করে ফলাফল জেনে যান। সেখানে ভোটের ফলাফল পরিবর্তনের কোন সুযোগ নেই। ডিসি, এসপি আর সেনাবাহিনীর কর্মকর্তারা তো প্রতি গ্রামে গ্রামে ভোট কেটে সরকারকে জিতিয়ে দেবে না। আর ভোট কাটলে বিরোধী দলের জনগণও বসে থাকবে না। তাই আমার অভিমত হলে যে সরকারের অধীনেই নির্বাচন হোক না কেন, বর্তমান যুগে ভোট কাটার এবং ফলাফল পরিবতর্ননের কোন সুযোগ নেই। তাই সংধাত বাদ দিয়ে নির্বাচন করাই জাতির জন্য মঙ্গল।
    • ২৬
      ১২
      এরশাদ কে আমরা ধন্যবাদ দিতে পারি এ জন্যে যে জাতির এ ক্রান্তি লগ্নে সে আসলে কি করবে আগে ভাগেই জানিয়ে দিয়েছিল
    • ১৮
      This election time arshed will not elect in his area by people vote........! This is 100% sure. Trust me
    • ১১
      BNP should participate in election. If it is not fair then only they should call for Mass uprising. No more cowardly Hortal.
    • ২৭
      প্রথম আলোর হেডলাইন এর ধরন বুঝিনা ৷ এরশাদ এখন আরো বেশি মন্ত্রী সহ মহাজোটে যোগ দিলেন ৷ তাহলে উনি বাহির হলেন কিভাবে ?
    • ১৪
      আঙুলটা কাকে দেখাচ্ছে বুঝতে পারছি না। হাসিনাকে নাকি খালেদাকে?
    • NOW IT'S TIME FOR BNP, LET'S SEE, WHAT THEY DO AT THIS MOMENT.........
    • ১০
      পাতানো নির্বাচন হবে, আর কি ?
    • বাহ দারুন নাটক! দেশের মানুষ আর অত ...নেই। মহাজোট ছেড়ে আবার সর্বদলীয় (!) সরকারে জোগদান! কান বেড় দিয়ে নাক ধরা নাকি জল ঘোলা করে পান?
    • রাজনীতি এখন টাউট - বাটপারদের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে এরশাদ তো বরাবরই চ্যাম্পিয়ন।
    • Four footed Ershad....
    • এরশাদ দেশের রাজনৈতিক সংকট মোকাবিলায় বিদেশিদের দূতিয়ালির সমালোচনা করেন। তিনি বলেন, নিজেদের সমাধান নিজেদের করতে হবে। রাজনীতিকেরা এভাবে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারেন না।--------------- খুব ভাল বলেছেন এরশাদ।
    • তত্বাবধায়ত ছাড়া নির্বাচন সঠিকভাবে হওয়া কোন ব্যাপার না। ভোটার আইডি কার্ড, দলেল এজেন্ট , টিভি চ্যানেল, পত্রিকার খবর , মেবাইল ক্যামেরা সহ সচেতন জনগণের চোখকে এখন আর ফাকি দিতে পারবে না। আইন সৃংখলা বাহীনি তো আছে। বিএনপি নির্বাচনে আসা উচিত, আগে সর্বদলীয় নির্বাচনে যোগ দেওয়া উচিত।
    • অবশেষে ১৪ দল ভেঙ্গে বিরুধী দল! আরও কতকি দেখতে হবে !!!শুধু বেচে থাকলেই হয়!!!!
    • right
    • পাতানো খেলার কিছু নেই সব প্রকাশ্যেই হচ্চে বিএনপি-জামাত না আসলে সেইতো যাবে বিরোধী দলে এটাই স্বাভাবিক। আর বিএনপি-জামাত মনে করে এদেশে শুধু তারাই আছে তাদের সাথে কেউ পেরে উঠবেনা এইজন্যই তারা প্রতিনিয়ত মার খেয়ে যাচ্চে যতবার আলটিমেটাম দিচ্চে ততবার পরাজিত হয়েছে যতদিন তাদের ধারণা না পালটাবে ততদিন ছাগলের ৩ নং বাচ্চা হয়েই থাকবে বোমাবাজি জংগিবাদ ছাড়তে হবে ফাউল হাকডাক ছাড়তে হবে যা পারবেনা তা নিয়ে টানাটানি না করলেই ভালো। অনেক দেখিয়েছে এবার বাসতবতায় আসলে ভালো হয়।
    • নির্বাচনকালীন মহাজোট সরকারকে অভিনন্দন !!!
    • বি এন পি এসব খেলা দেখার পরে ও কি হরতাল ডেকে নিজেদের নেতা-কর্মিদের ঘরে বসিয়ে রাখবে নাকি রাজনৈতিক খেলায় অংশগ্রহন করবে।
  • ৭১
    ১০৭
    সবাই যদি পারে, বিএনপি কেন পারবে না? এত ভয় কিসের। নির্বাচনে কারচুপি যদি করে তাহলে কি জনগন বসে থাকবে?
    • ৬১
      ৩৩
      আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচনে আসতে যে কেউ ভয় পাবে। আপনি হলে আপনি ও ভয় পাবেন।
    • ৪৯
      ১৬
      "সবাই যদি পারে, বিএনপি কেন পারবে না?" ভাল লজিক !!! আপনি যে সবার কথা বললেন তাদের মধ্যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামীগ ছাড়া আর কে কয়বার সরকার গঠন করেছে একটু জানাবেন কি ?
    • ৩৫
      ভাই আওয়ামি লিগ যে স্্বিধান লঅংঘন করল তা তো জনগন বসে বসে দেখলো ?
    • ১৫
      ভয় আছে জামত কি তাদের ছেরেদেবে ?
    • ইমরান ভাই আমরা জনগণ কতইনা ক্ষমতাশালী !!!!!! , সে জন্যইতো বার বার এদেশে সামরিক শাসন আসে, আমরা বসে থাকি। আন্দোলনের নামে হরতাল-অবরোধ, জ্বালাও-পোড়াও দিয়ে সাধারণ মানুষের জীবকে দুর্বিষহ করেতোলা হয়, পুড়িয়ে মারা হয়, আমরা বসে থাকি। বিরোধী দলগুলো বারাবরই সংসদ বর্জন করে, আমরা বসে থাকি। সন্ত্রাস, স্বজনপ্রীতি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে মানুষ অতিষ্ট হয়, আমরা বসেই থাকি। গণতন্ত্রের মোড়কে নির্বাচিত স্বৈরতন্ত্র চলে, পরিবারতন্ত্র চলে আমরা বসে থাকি। রাজাকারের গাড়িতে পতাকা উড়ে, স্বৈরাচারকে নিয়ে টানা টানি হয় আমরা বসে থাকি। নির্বাচনে কারচুপি হলেও জনগন বসেই থাকবে ............................... নির্বাচনে কতভাবে কারচুপি করা যায় তার কটা আপনার জানা? অন্যদলের নেতাকর্মীদের মামলা হামলা করে এলেকায় ঢুকতে না দেওয়া, ভোটারদের ভয় দেখিয়ে ভোট দিতে বারণ করা ইত্যাদি দিয়েও কিন্তু কারচুপি করা যায় ...................... বাংলাদেশের বাস্তবতায় দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় ....................
    • সবাই বলতে ১৮ দল , ১৪ দল । যদি ১ না মানেন তবে ন তাহলে 1
    • সংবিধান তো কাজ করলনা ... সংবিধানের কোথায় আছে সর্বদলীয় সরকারে র কথা ?? তাহলে তত্ত্বাবধায়ক সরকারে সমসসা কি ???
  • ৬৪
    ভাল হল নাকি মন্দ হল সময়ই তা বলে দিবে।
  • ৭০
    ১৫
    হাসতে হাসতে মরে গেলাম।
    • ২৪
      হাসির পরে কান না আছে ।
  • ৬০
    ১৭
    তাঁর দল দেশ ও জনগণের স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে?
    • ১৯
      not for country or people, only for himself Brother..... Thanks.
    • ২১
      ও দল পাইলো কই
    • এই দেশে কোন রাজনৈতিক দলই দেশ ও জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেয় না৷ এরা সিদ্ধান্ত নেয় দল ও নিজেদের স্বার্থে৷
  • ৫৭
    ১০
    "তাঁর দল সর্বদলীয় সরকারে যোগ দিচ্ছে" কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায় ।
  • ৬৯
    এরশাদের বিরোধী দল হবার খায়েস।
    • ১০
      সরকারও হয়ে যেতে পারে। আওয়ামী ভিন্ন খেলা। আওয়ামীলীগ দেখাবে নির্বাচন সুষ্ঠু হল। কিন্তু এরশাদ সর্বদলীয় সংলাপ দিয়ে, আওয়ামীলীগকে মন্ত্রিত্ব দেবে। হুশিয়ার!!! সাবধান!!!!!
  • ৭৮
    নিরবাচনটা আসলে বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে যে লোকটি সবচেয়ে বিপদে থাকে তার নাম এরশাদ, বেচারা !
    • বাপক মজা পাইলাম ভাই .....
  • ৫৫
    Fantastic Sequence of the 14-Party-Alliance Drama..... Great actor Mr. Ershad. Oscar applicable.
  • ৩০
    ৭৯
    রাজাকার জোটে যেওনা পল্লী বন্ধু, তাহলে সারাজীবন রাজাকার বলে গালি শুনতে হবে।
  • ৫০
    ২২
    একদলীয় নির্বাচনকে বহুদলীয় করার / দেখানোর চূড়ান্ত DRAMA. মুখে এরশাদ সাহেব যাই বলুন না কেন - আওয়ামী নির্বাচনী Agenda বাস্তবায়নের সর্বাত্মক প্রয়াস।
  • ২৫
    ৫২
    এরশাদের কি তাহলে শুভ বুদ্ধির উদয় হলো?
  • ৪৬
    ৭৬
    বিএনপিকেও সর্বদলীয় সরকারে যোগ দেওয়া উচিত।
    • ৩১
      ১৭
      যাতে পাতানো নির্বাচনে ভরাডুবি ঘটুক, তাই না...
    • ২৬
      ১০
      বিএনপির কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা আপনার কাছ থেকে শিখতে হবে না।
    • ১৮
      আপনি সর্বদলীয় পাইলেন কই ? আমি না দেখি সবই মহাজুটের
  • ৪৪
    ৬৬
    ধন্যবাদ, জাতীয় পার্টিকে এবং দুরদর্শী রাজনীতিবিদ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে। দেশের স্বার্থকে সব কিছুর উর্ধে রাখতে হবে। এরশাদ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
    • ১২
      হুসেইন মুহম্মদ এরশাদ দুরদর্শী রাজনীতিবিদ?????
    • ১০
      কথা দিয়ে কথা রাখার মত মনমানসিকতা এরশাদ সাহেবের নেই ?
  • ৪৪
    তাঁর দল দেশ ও জনগণের স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে। আহারে, তারপরেও সবাই গালমন্দ করে!!
  • ৪৬
    ১২
    আমর ভাল ভাবেই অবগত যে এটাও উনার শেষ কথা নয় ।
  • ৫১
    মহাজোট ছাড়ল আবার সর্বদলীয় সরকারে যোগ দিল, তো ঘটনা কি দাড়াইলো, কিছুইতো বুঝবার পারলামনা।
    • ১৩
      ভাইজান এতো বুইজা কাম নাই ! খালি দেইখা যান আর মজা লন ! ধারাবাহিক বিরতীহীন কমেডি সিরিয়াল !!!
  • ৫২
    ১০
    এই তাহলে মহাজোট ছাড়ার হুঙ্কারের রহস্য? জনগণকে বোকা বানালেন এরশাদ। জনগন আসলেই বোকা।
  • ২৯
    This is what is called Mr. Ershad which has no commitment. 100% Fake............
  • ১৭
    ৩৯
    Right decision go ahead we are with you. Please do not add with Jamat because Jamat is a kobra(snack).
    • Snack !! Do you mean 'Snake' (সাপ) ?
  • ৫১
    এরশাদ কাকে ছাড়ল আর ধরল তাতে কিছু আসে যায় না। তার দলের জনপ্রিয়তা দিয়ে কাওকে কুপকাত করার ক্ষমতা তার নেই। তার কথায় মনে হচ্ছে বিত্রনপিকে ছাড়া তিনি একাই শেখ হাসিনার জনপ্রিয়তায় ধস নামিয়ে দেবেন। এটা ভাবার কারনও আছে, তিনি ভাবছেন খালেদা না আসলে বিত্রনপির সমর্থকরা তাকে ভোটে বিজয়ী করবে। তাই শেখ হাসিনা আর এরশাদের খালেদাকে নির্বাচনে না আসতে দেওয়ার মানসিকতা ভিন্ন কারনেও এক।
  • ৫১
    ন্যাড়া মনে হয় আবারও বেলতলায় গেল!!!
    • ১২
      মনে হয আবার লোভ দেখাইয়াছে।
  • ৩০
    ভন্ডামী আর কত দেখব। তার সময়ে দেখেছিলাম জাসদের আ: স: ম: আবদুর রব ৭২টি দলকে নিয়ে জোট করে বিরোধী দল এর নাটক করেছিল। এবার তিনিই এই নাটক করবেন। আফসোস হল তখন এরশাদ ছিল সরকারী দল আর এখন নীতি হবেন বিরোধী দল। ইতিহাসের পরিহাস মনে হয় একেই বলে।
    • ভাই জাতী্য পার্টি কি বি এন পি - জামাতের ভালোর জন্য নিজেদের সুযোগ কাজে লাগাবেনা ?
  • ১৪
    রাজনীতি একটা খেলা। এখানে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা খেলারই একটা অংশ। এরশাদ নানাভাবে সেটাই করে যাচ্ছেন। এতে খেলোয়ার হিসাবে তার মুন্সিয়ানাই প্রকাশ পাচ্ছে। সেটা তার নিজের বুদ্দিতে হোক বা অন্যের বুদ্ধিতে। এবার প্রধান বিরোধী দলে যেতে পারলে পরেরবার ক্ষমতা নিশ্তিত। আর যদি এই খেলায় পরাস্ত বি এন পির দিশেহারা নেতারা জাতীয় পার্টিতে এসে নির্বাচন করে তবে তো ক্ষমতাই নিশ্তিত। তখন আওয়ামিলীগ পরাস্ত। অর্থাত এরশাদের হারার কোন ভয় নেই। তবে আমরা জনগণ/দর্শকরা যে নির্মল বিনোদন পাচ্ছি সেজন্য খেলোয়ার এবং খেলার সাথে সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ প্রাপ‌্য।
    • তবে বি এন পি যে রাজনীতির খেলায় নিতান্তই নাবালক সেটা এবার প্রমাণ হয়ে গেল। এবার এই দলের নেতাকর্মীদের যদি একটু হুশ হয়।
  • ১১
    Mr.Hussain Mohammed Ershad is a Patriot in the History of Bangladesh positive politics. He is well done. Thanks a lot for save us, save our nation, save our BANGLADESH by the positive politics roll, go ahead Mr. ex prisident-We are--------
  • What a drama of AL!...and Ershad now is an icon for tyranny and treachery in BD!...shame on you!..I personally don't think this will last for long...let's wait and see!
  • ১২
    He is a colourful person. I like him not as a politician but as a comedian. He is not a stable person. He changes his mind in every 10 seconds. But I really would like to know one thing is " Who likes him as a politician and why?"
  • Ershad has got 2 options. 01) Avoid BNP-Jamat & help AL. 02) Avoid ruling party AL & Join BNP-Jamat Alliance. It seems, he hasn't got enough faith on BNP-Jamat's strenth for massive movement against AL. Is it possible to for BNP-Jamat to show mass movement against AL??
  • ১৭
    বিরোধী দলে গিয়া যদি ৭০- ৮০টা সিট পায় তাতে তো আর লস নাই। তাই এই পরিকল্পনা!
    • ১২
      হাসিনা ৭০-৮০টা দিলেতো? হাসিনা নির্দিষ্ট করে দেবে কোন কোন সিট দিবে। সাজানো সব।
  • ১০
    Right decision Mr. Ersad. We want peaceful election. We don't want Jamat. But try to avoid hefajat also.
  • character is a tough thing to change, god bless you Mr. H M Ershad.
  • ৩০
    হাজার টেনশনের মাঝে এরশাদই একমাত্র রাজনৈতিক বিনোদন।
    • ছোট্ট একটা বাচ্চাকে ভোলানোর জন্য হাতে একটা লজেন্স ধরিয়ে দেওয়াই যথেষ্ট।
  • ১০
    এই একমাসের এরশাদীয় রাজনীতি দেশের মানুষ খুব ভালো করেই দেখেছেন এবং তারা বুঝেও নিয়েছেন এরশাদ কোথায় থাকলো আর কোথা দিয়ে বেড়িয়ে গেলো তাতে কিছু যা আসেনা। জোট ভেঙ্গে দল বানাবার এই বেহুদা প্রচেষ্টায় মূল সমস্যার আদৌ সমাধানের সম্ভাবনা নাই।তারপরও একটা কাজতো পাওয়া গেলো। সে দিক থেকে মন্দ নয়।
  • ১৫
    বিএণপির উচিত ছিল সেই ৫ সিটি করপোরেশনের ফলাফল মাথায় রেখে সরকারের কথা মেনে নিরবাচনে চলে গেলে সরকার অতটা সুবিধা করতে পারতোনা বা কোন ধরনের নতুন পরিক্লপনা করতে পারতোনা। কিন্তু বিএণপি সরকারকে যথেসট সময় দিয়ে ফেলেছে। এটি চরম ভুল। আমার মনে হয় বিএনপি নেতরি আসলে বিএণপি নেতাদেরকেই বিশাস করতে পারছেন না। সেই অবিশাসের কারনে উনি নিরবাচনে যাবেন না। উনি মনে করছেন ওনার অনেক নেতাই সরকারের সাথে আতাত করেছেন। যে কারনে উনি ৫-৬ জন নেতাকে কারন দশানোর নোটিশ ও দিয়েছেন। শেষ পযন্ত বিএণপি হয়তো না পারতে নিরবাচনে যাবে কিন্তু তা হবে সেই ২০০৮ সালের মত আগোছালো ভাবে অংশগহন। যে কারনে আবারো পরাজয় বরন করতে হবে । কারন সরকার যথেসট আতবিশাসি ও জোটবদ্দ।
  • ২১
    এই সরকারের অধীনে নির্বাচন করলে জনগন থু থু দিবে বলেছিলেন যে ..... ?
  • ২২
    এরশাদ এবং আওয়ামীলীগ ছাড়া বাকি দেশের সব মানুষ ঘাস খায়
  • ১৩
    শুভ কামনা রইল এরশাদের প্রতি !!!!????!!!!
  • ২২
    আমরা কি আবার ১৯৮৬ এর পুনরাবৃত্তি দেখতে যাচ্ছি? ৮৬ তে আওয়ামীলীগ ছিল এরশাদের গৃহপালিত বিরোধী দল।এবার এরশাদের সেই ঋণ শোধ করার পালা।
    • মনে হয় তাই।
  • ১৬
    মুখে এরশাদ সাহেব যাই বলুন না কেন - আওয়ামী নির্বাচনী Agenda বাস্তবায়নের সর্বাত্মক প্রয়াস।
  • ১২
    রাজনীতি যে পেশিশক্তি অ গলাবাজির বিসয় নয় এটা বি এন পি কবে বুজবে জানিনা । এরশাদ খুব ভাল করে জেনে গেছেন শক্তির জুরে এখানে কিছু হবে না মেধা অ বুদ্ধির জুরেই এখানে স্বীয় অবস্তান মজবুত করতে হবে । দেশের মানুস শক্তির জুরকে মুটেই ভাল পাচ্ছে না । গতকাল অ আজকের ঘটনাবলি গত পাচবছরের রাজনইতিক পরিস্তিতিকে পুরা পালটে দিবে । করমিদের মধ্যে হতাসা কিভাবে আসে এটা বি এন পি খুব ভাল করেই জানার কথা । সময় নস্ট না করে এখনি নিরবাচনের ঘুসনা দেয়া হবে বুদ্ধিমানের কাজ । এটা কেবল আমার অভিমত তাই কেউ তরকে জাবেন না ।
  • ১৮
    এরশাদ ও শেখ হাসিনার পাতানো খেলা
  • ১৫
    যে মূহুর্তে আপনার একটা গুরত্ব পূর্ণ ভূমিকা ছিল, সেখানে আপনি আত্মঘাতি রাস্তা বেছে নিলেন।জনগন মনে হয় না এত বোকা,সব আওমি চাল এটা বুঝতে সময় লাগবেনা।
  • ২১
    এরশাদ এতদিন দেশের মানুষের সঙ্গে বড়ই বেকুব তামাশা করেছে, তার এটা রাজনৈতিক ভনডামী!
    • যারা বেকুব তারা সবসময় বেকুবই থাকে, বেকুবদের কাছে রাস্ট্র পরিচালনার দ্বায়িত্ব দেব কেন।
    • Right FOHAD bhai. যারা বেকুব তারা সবসময় বেকুবই থাকে
  • ১৩
    প্রিয় সকল বন্ধুগন, আপনাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি যে, এই ‘ডিগবাজ’এরশাদ শেষতক আওয়ামি লীগের সাথে গিয়া বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করবে,যদি তা হতে দেওয়া হয়।
  • ১৬
    নির্বাচন আসলেই জেলের খাঁচা দিব্যদৃষ্টিতে দেখতে পান তিনি। কী-ই বা করবার আছে তাঁর ?
  • ২৮
    তিনি আবারো প্রমান করলেন যে, তিনি এরশাদ যিনি ক্রিকেট খেলার মতই অনিশ্চিত, স্বর্নলতিকার মতই পরনির্ভরশীল।
  • ২৪
    আওয়ামী লীগের নাচের পুতুল এরসাদ।
    • অন্তত রাজাকারদের নাচে নাচছে নাতো?!
  • ২২
    এই এরশাদ হচ্ছে একজন সাংঘাতিক রকমের চাপাবাজ লোক এতে অবশ্যই তার ভাবমূর্তি ক্ষুন্ন হতে বাধ্য ! এরা বিএনপিকে মনে হয়ে নির্বাচনের ফাঁদে ফেলতে চাইছে ও সরকারী দলকে নির্বাচনে সংখ্যা গরিষ্টতা পাইতে সাহায্য করছে ! তাই বিএনপি কেন এদের নির্বাচনের ফাঁদে পা দিবে ?
  • ১০
    তার কথার কোন দাম নাই!
  • এরশাদ হচ্ছে একজন মেরুদন্ডহীন ব্যক্তি। তাই নির্বাচন কমিশন আর এরশাদের জাতীয় পার্টি একই রকমের মেরুদন্ডহীন !!!
    • এরশাদ মেরুদণ্ডহীন লোক নয় ,এরশাদ ছাড়া বাকি সবাই মেরুদণ্ডহীন । ঠাণ্ডা মাথায় চিন্তা করে দেখেন, এরশাদ সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার কারনে বিএনপি কি রকমের বিপদে পড়ল ?????? আর আওমিলিগ এখন বিএনপিকে ছাড়াই নির্বাচন করার সাহস পাবে, যেটা এরশাদ না আসলে হয়তো সম্ভব হত না ।
  • এরশাদের ণিতী হোলো " রাজ়ণিতীতে শেষ কথা বলে কীছূ ণেই"।।
  • এরশাদের কথা বিবেচনা করার চেয়ে নাবালক বালকের কথা ও অনেক বেশি বিবেচ্য।
  • দেশ ও দশের স্বার্থে পল্লী বন্ধু এতো বড় যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। তবুও লোকজন তাকে কেন গালাগালি করে। জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেব যে জনগণকে গর্ধব মনে করেন সেটা বোধ হয় সেই লোকজন বুঝে গেছে.. ...
  • ১০
    বিএনপি ইলেকশানে থাকলে এরশাদ থাকত ১৪ দলীয় জোটে আর না থাকাতে সে বেরিয়ে আসল আলাদাভাবে ইলেকশন করে নির্বাচনকে জায়েজ করার জন্য | এরশাদ গাজীপুর নির্বাচনে একবার মহাজোটকে সমর্থন দেয় আবার বেরিয়ে আসে - এভাবে তৈলাক্ত বাশ বেয়ে অনেক উঠানামা করেছে যেন এক মহা ফ্যাক্টর জয়-পরাজয়ের জন্য এবং শেষে আওয়ামীলীগকে সমর্থন | রেজাল্ট - বিএনপির আব্দুল মান্নান বিপুল ভোটে বিজয়ী |
  • কদিন আগে এরশাদ বলল বিএনপি ছাড়া নির্বাচন করলে জণগন থুথু দেবে। কদিনেই আবার নিজের বক্তব্যের বিরুদ্ধে চলে যাওয়া। দেখার বিষয়, আওয়ামী জোট ভেঙ্গে শরীকদের নিয়ে "সর্বদলীয়" সরকার কতদূর এগোয়?
  • ১১
    এরশাদ কিভাবে মহাজোট ছাড়ল কেউ তা বুজতে পাড়ছে বলে মনে হয় না। তবে তার ভণ্ডামি সবাই বুজতে পারছে এবং ১৯৮৬ সালের প্রতিদান ফেরত দিবে।
  • ১২
    "তাঁর দল দেশ ও জনগণের স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে।" - আর কত হাসাবিরে গোপাল- ??
  • ১৩
    মিনি মহাজোট(ছোট মন্ত্রীসভা) সরকারকে 'সর্বদলীয় সরকার' নামকরনের বৈধতা দিতেই এরশাদের মহাজোট ত্যাগের এই নাটক। এতদিন তিনি যা বলেছেন সবই পুর্বপরিকল্পিত, স্ক্রিপ্ট অনুযায়ী বলেছেন।
    • আমারতো মনে হয় সেই পুর্বপরিকল্পনা এবং স্ক্রিপ্টে আপনার দেশনেত্রীরও অংশগ্রহণ এবং স্বাক্ষর আছে। স্বার্থের কাছে সবাই বিকিয়ে যায় রে ভাই।
  • ১২
    মিথ্যার অপর নাম এরশাদ, মিডিয়া গুলো অযথাই তাকে গুরুত্ব দেয়, এরশাদ মহাজোটের অংশ হিসেবে আওয়ামিলীগের পক্ষেই থাকবে সেটাই স্বাভাবিক। ৯০ এর সময়ের কথা মনে থাকলে অন্যরকম ভাবার সুজোগ কোথায় ?!
  • আমি নিশ্চিত এই সিদ্ধান্ত এরশাদের নয় । জাতীয় পার্টির প্রেসিডিয়াম এবং নীতিনির্ধারক পর্যায়ের কিছু নেতা আছে যারা আওয়ামীলীগ ঘেষা । তারা হয়তো হুমকি দিয়েছে, অন্তবর্তীকালীন সরকারে যোগ না দিলে তারা দলত্যাগ করে আওয়ামীলীগে যোগ দিবেন । তাই এরশাদ দলের ভাঙন ঠেকাতে সরকারে যোগ দিয়েছেন । তবে এতে মনে হয় শেষ রক্ষা হবে না কারন বিএনপিঘেষা অংশটি যে এবার জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপির সাথে আসবে না তার কোন নিশ্চয়তা নেই । এমনকি এরশাদ নিজেও জানেন, কোনরকমে একটা নির্বাচন হলেও বিএনপি ক্ষমতায় আসছে ।
  • এরশাদ কাছে এমন আসা করিনি । তিনি এ কি করলেন ??? যদি তার দেশ সেবার কথা ভাবেন তাহলে তার কি করা উচিত ???
    • ভাই আপনি কি আশা করেছিলেন? বি এন পি জামাতের স্বার্থে এরশাদ কাজ করবেন কেন ?
  • we are totally hopeless for the decision.
  • কিছু দিনের জন্য হলেও আওয়ামীলীগ কলংকমুক্ত হল! আমীন!!
  • They are playing same old game
  • যেন এমন না হয় মরার পরে আপনাকে আললাহ বেহেসত দিল আর আপনি ঢিকবাজি দিয়ে Hell e চলে গেলেন।
  • জাপা ও বিএনপির মধ্যে শক্তির হিসেবে আসনগত ও অন্যান্য দিকে তফাৎতো খুব একটা বেশী নয়। জাপার যে আঞ্চলিক দল হিসেবে পরিচিতি ছিল, সেই খোলস ফেলে জাতীয় প্রাতপ্রদীপের আলোয় আসছে জাপা শীঘ্রই।
  • দলের চেয়ে নিজের স্বার্থ বড় করে দেখেন এরশাদ সাহেব। তবে আমাদের নেতাদের মিথ্যা পর আরো মিথ্যা কথা বলার অভ্যাস পুরানো। এরশাদ সাহেবর সেই পুরানো অভ্যাস থাকা স্বাভাবিক।
  • ১৩
    দেখি নাই ৮৬ এর নির্বাচন। তবে ইতিহাস পড়েছি ১৯৮৬ সালের নির্বাচনে এরশাদের নির্বাচনের প্রহসনে অংশ গ্রহন করে সেই নির্বাচনকে বৈধতা দিয়েছিল শেখ হাসিনা। ২৭ বছর পর শেখ হাসিনার নির্বাচনের প্রহসনে অংশ গ্রহন করে বৈধতা দানের চেষ্টার মাধ্যমে ২৭ বছর পুর্বের ঋণের প্রতিদান দিতে প্রস্তুত এরশাদ সাহেব।
  • this guy really a disgusting for Rangpur peoples ........................
  • বিএনপি নিরবাচনে না গেলে এমন্টা করা হবে সেটা আওয়ামি নেতারা অনেক আগে থেকেই বলে আসছে। আর তাই এটা এরশাদ নয় আওয়ামিলিগের সিধান্ত।
  • তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এ পর্যন্ত যারাই নির্বাচনে হেরেছে তারাই নির্বাচনে কারচুপির অভিযোগে এনে তত্ত্বাবধায়ক সরকারকে দোষারোপ করেছেন। আওয়ামী লীগ/ বিএনপি কেউই পরাজিত হলে তা মেনে নেননি বরং তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করছে। এজন্য তত্তাবধায়ক সরকারের দরকার কী। অন্যান্য গণতান্ত্রিক দেশের ন্যায় এদেশে নির্বাচন হোক। বর্তমান ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়া অনেক বেশি শক্তিশালী এবং জনগণ অনেক সচেতন। নির্বাচনে কারচুপি করার কোন সুযোগ নেই। প্রতিটি সেন্টারে ভোট গ্রহণ করে সেখানেই রেজাল্ট প্রকাশ করে আসতে হয়। সরকারীভাবে ফলাফল ঘোষনার আগেই প্রার্থীগণ নিজেদের এজেন্টের মাধ্যমে মোবাইলের মাধ্যমে মোট ভোটের হিসাব করে ফলাফল জেনে যান। সেখানে ভোটের ফলাফল পরিবর্তনের কোন সুযোগ নেই। ডিসি, এসপি আর সেনাবাহিনীর কর্মকর্তারা তো প্রতি গ্রামে গ্রামে ভোট কেটে সরকারকে জিতিয়ে দেবে না। আর ভোট কাটলে বিরোধী দলের জনগণও বসে থাকবে না। তাই আমার অভিমত হলে যে সরকারের অধীনেই নির্বাচন হোক না কেন, বর্তমান যুগে ভোট কাটার এবং ফলাফল পরিবতর্ননের কোন সুযোগ নেই। তাই সংধাত বাদ দিয়ে নির্বাচন করাই জাতির জন্য মঙ্গল।
    • Agree with you.
    • ষংঘাত দরকার কি ? তত্ত্বাবধায়ক সরকার দিলেই তো হয় ........
    • এতোই যদি বোঝেন তবে আসেন নিরপেক্ষ সরকারের অধিনে... (খুব বেশি হলেও ১০ সিট পাবেন)।
  • ১৪
    এটা কি গুরুত্ব দেয়ার মত কোন সংবাদ? এরশাদ 'এরশাদসুলভ' কাজটাই করেছে।তাইতো জাতীয় পার্টির আজ এই দশা।
  • He claimed that he has taken the decision for the country and the nation. Should it be the fact, we would be one of teh lucky nations. Actually, the decision taken by Mr. Ershad will open the avenue for more & long-term violence. His decision to go for election keeping AL in power will from every point of view will cause harm to the nation and have negative impact on everybody of us in turn.
  • জেল জরিমানা থেকে রেহাই পাবার জন্য কাজটি করতে বাধ্য হচ্ছে।
  • ১১
    আমার মেন হয় এরশাদ িঠক কাজ করেছ।
  • ১২
    নাটকের নতুন অধ্যায়/পর্বের সূচনা।
  • ১২
    এরশাদ হবেন বিরুধী দলের প্রধান। তবে নির্বাচন হলে আর কি ! আওয়ামী লীগ ভালো একটি খেলা দিয়ে ওরে পঁচাবে, আর পর ছুড়ে ফেলে দেবে।
  • Ershad made a huge mistake when he say ,if BNP not come to the election ,his party will not participate election.Instead Ershad should say if " I see the election not neutral and government failed to provide label playing field,I will boycott the election".I still do not understand why he bought BNP regarding election?I like JP president(Manju ) comment regarding election."Jatio Party" is not small political party.They should have their own identity and agenda.Just do whatever good for your party and country.Do not worry about what BNP is doing.When BNP make any decision they will not ask you anything.They have their own agenda and will make decision for their own benefit not "Jatio Party" or Ershad.. Now everybody got word against Ershad.Ershad should be more careful before he say something.
  • ১০
    জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ১৯৮৬ সালের প্রতিদান দেবেন আজ শেখ হাসিনাকে ?
  • কী-ই বা করর আছে উনি কাউকে না করতে পারেন না যে?
  • রাজনিতিতে শেষ কথা বলতে কিচু নাই ।
  • ১৩
    এরশাদ কিছুদিন আগে মিড়িয়াতে বলেছিলো আমি যদি আওয়ামী লীগের পাতানো নির্বাচনে যাই দেশের জনগন আমাকে থুথু দিবেনা.!
  • ভাল খবর। আবার কবে যাবেন ?
  • ১২
    অবশেষে সেই পুরোনাে মুখোশ উন্মোচিত হলো এরশাদের। সমমনাদের সাথেই যে গাটছড়া বাধবে পতিত স্বৈরাচারী এরশাদ তাতে অবশ্য বিস্ময়ের কিছু নেই। তবে মাঝে মাঝে অত্যন্ত বিস্মিত হই এই ভেবে যে, এই লোকটাই কি আমাদের গর্বের স্বশস্ত্র বাহিনীর প্রধান হয়েছিলেন এক সময় ! ঠিক বুঝে উঠতে পারি না।
  • ১৩
    পাতানো ম্যাচ...................
  • যে লাউ হেই কদু....
  • ২০
    বাংলাদেসের রাজনিতিতে আর ১টা কল ংক যুক্ত হল
  • এরশাদ তেতুল খাচছেন , এরশাদ মহাজোট ছাড়ছেন , এরশাদ .........ত্যক্ত বিরক্ত হয়ে গেলাম ! আর কোনো খবর নাই ?
  • কাগু তুমই হিরো পারো ও---
  • যেই "লাউ সেই কদু"
  • এরশাদ সাহেব এরশাদ করেন য়ে, একতরফা নির্বাচনে গেলে মানুষ আমাকে থুথু দেবে। আবার বিকালে তিনিই তথাকথিত সর্বদলীয় সরকারে নিজের দলের ৪/৬ জন মন্ত্রীকে শপথ নিতে বলেন। তাই তিনি বিবেকবান হিসাবে, ১৪ দল ছেড়ে বিরোধী দলে এসছেন। তাই না, ঠিক বলিনি?
  • তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এ পর্যন্ত যারাই নির্বাচনে হেরেছে তারাই নির্বাচনে কারচুপির অভিযোগে এনে তত্ত্বাবধায়ক সরকারকে দোষারোপ করেছেন। আওয়ামী লীগ/ বিএনপি কেউই পরাজিত হলে তা মেনে নেননি বরং তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করছে,, বর্তমান ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়া অনেক বেশি শক্তিশালী এবং জনগণ অনেক সচেতন। নির্বাচনে কারচুপি করার কোন সুযোগ নেই। তাই আমার অভিমত হলে যে সরকারের অধীনেই নির্বাচন হোক না কেন, বর্তমান যুগে ভোট কাটার এবং ফলাফল পরিবতর্ননের কোন সুযোগ নেই। তাই সংধাত বাদ দিয়ে নির্বাচন করাই জাতির জন্য মঙ্গল।
  • মহাজোট ছেড়ে সর্বদলীয়(!?) সরকারে অংশগ্রহণ করা, মানে যেই "লাউ সেই কদু" ।
  • জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ১৯৮৬ সালের প্রতিদান দেবেন আজ শেখ হাসিনাকে। আসলেই তো তাই, ভাই বোনের ব্যপার, আমরা আর কি বলবো।
  • চাচা সিদ্ধান্ত কি ঠিক থাকবে ? নাকি আবার পল্টি খাবেন ? আপনার তো আওয়ামীলীগ এর সাথে বেহেস্তেও যাওয়ার কথা ছিল না । তো এখন কোথায় যাচ্ছেন ?
  • এটা গুরুত্ব দেয়ার মত কোন সংবাদ নয়।
  • I carefully read all comment.Only one question to all,"Is Mr.Ershad doing BNP-Jammat qualition Politics?"If not then he has all right do to do whatever is good for him, his party and country.
  • সাবাশ স্যার আপনি ভালয় ভালয় বিদায় নিলেন যারা আপনার মূল্য বোঝে না তাদের হয়ে ছাপাই গাওয়ার মানেই হয় না।ভাবুন তাহলে আপনার হেপাজত ই ভাল। সাপোর্ট দিবে এই আর কি !
  • Ershad and AL - the friendship started in 1986 by bypassing BNP in national election. This goes on. The only difference is, AL is now in power while Ershad faking opposition role.
  • এরশাদ চাচার দলের নতুন নাম জাতীয় চুদুর বুদুর পার্টি। দুঃখিত হাত ফস্কে বেড়িয়ে গেছে। নির্বাচনে গেলে নাকি লোকে থু থু দেবে। চাচা এখন যে জনগণ আপনাকে কি দেবে..................???
  • চাচার পাগ লামি আর কত দেখবো আর পারি না ...................................
  • খালেদা হাসিনা ঝগড়া করেন, আর রাস্তায় মানুষ পোড়ে ... ২ জনের কেও ওই পুড়ে যাওয়া মানুষ গুলাকে রাজনীতি করার বস্তু ছাড়া কিছু ভাবেন না, তা না হলে, তারা ২ জন আলোচনা করে অনেক আগেই এই ঝামেলা মিটাতেন আসলে হাসিনা খালেদা কেও চাননা যে দেশে একটা সুস্থ পরিবেশ থাকুক, থাকলে পরে ওনারা সেই সুযোগ নিতে পারবে না । একটা ফাক তারা রাখতে চান যাতে পরে সেটা ব্যবহার করতে পারেন| ইচ্ছা করে ঝামেলা রাখবেন, ঝামেলা হইলে ওনাদের কিছু না, রাস্তায় আমাদের মাংস পুড়ে আর এক সময় ২ জনের একজন তো গদি তে বসবেন ই .... দুইদলের সৈরাচারি ভাব দেখার পরে এরশাদকে সৈরাচারি বলা ঘোর অন্যায় we have try another party.. well JP. but u have to commitment. Mr. Ershad.dont change ur voice minutes to minutes. lot of young guys nw want to change. Make ur decision strongly .. may be ppl will think about u. https://www.facebook.com/2terms
  • There should be gambling ...for our BD politics game. it seems always unpredictable...really interesting news overall
  • Just wait and see there are a lot of so called BNP leaders will join "Jatio Party " for getting nomination if BNP not attending election.

1 comment:

  1. আমি মনে করি অনেক কিছু হতে পারে রাজনৈতিক দল্গুলোর মাঝে, অনেক উথথান পতন হতে পারে। কিন্তু সাধারণ মানুষ কেন প্রাণ হারাবে?? এই যে বোমা সন্ত্রাস এইটা মাদের জন্য?? আমি পৃথিবীর কোথাও এই জিনিস্টি দেখি নাই যে পাব্লিকের ক্ষতি করে, পাব্লিক মেরে কোন আন্দোলন করতে হবে...... কবে হবে শুভ বুদ্ধির উদয়??? এটিনিউজ

    ReplyDelete

Powered by Blogger.