শিক্ষকের নির্দেশে বালকের ৩০ তলা থেকে লাফ

চীনের একটি স্কুল বালক ৩০ তলা বিশিষ্ট ভবনের ওপর থেকে লাফ দিয়ে মৃত্যু বরণ করেছে। ওই বালকের বয়স মাত্র ১০ বছর। অভিযোগ করা হয়েছে, তার স্কুল শিক্ষক তাকে লাফ দিতে নির্দেশ দেয় এবং সে লাফ দেয়। শিক্ষকের নির্দেশে লাফ দেয়ার নেপথ্যে রয়েছে এক নির্মম গল্প। পাঠদানের সময় শিক্ষক ছাত্রদের আত্মসমালোচনার ওপর একটি চিঠি লিখতে দেন। বরাবর ওই শিক্ষকই। পঞ্চম গ্রেডের এই ক্ষুদে বালক লেখার চেষ্টা করেও ব্যর্থ হয়।
মাত্র ১০ বছর বয়সে আত্মসমালোচনা লেখা কতটা কঠিন তা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারছেন। শিশুটি যখন চেষ্টা করছিল এবং পারছিল না তখন তাকে ধমকও দেন ওই শিক্ষক। এক হাজার শব্দের লেখাটি শেষ পর্যন্ত লিখতে পারেনি শিশুটি। কেন পারেনি- এই অপরাধে তাকে ৩০ তলা ছাদ থেকে লাফিয়ে পড়তে বাধ্য করেন তার শিক্ষক। এ নিয়ে রীতিমতো তোলপাড় চলছে চীনের শিক্ষাঙ্গণে। এত বেশি উচ্চতা থেকে লাফ দেয়ায় তার শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। যে ভবনের ছাদ থেকে লাফ দেয় তার নিচে পার্ক করা একটি প্রাইভেট কারের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। নিহত শিশুর ক্ষুব্ধ এক আÍীয় দক্ষিণাঞ্চলীয় শহর চেংডুতে অবস্থিত ওই স্কুলের সামনে একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে এ হত্যার বিচার দাবি করেছে।

No comments

Powered by Blogger.