তাজমহলে মিস ইউনিভার্স কাণ্ডে আয়োজকদের দুঃখ প্রকাশ

তাজমহলে রোববারের ঘটনায় মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজকরা ভারতের কাছে ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন। রোববার যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ২১ বছর বয়সী বর্তমান মিস ইউনিভার্স অলিভিয়া কালপো তাজমহল দেখতে গিয়ে জুতা পায়ে ক্যামেরার সামনে পোজ দেয়ার ঘটনার জের ধরে তার বিরুদ্ধে তাজমহলকে অসম্মান করার অভিযোগে পুলিশ একটি মামলা করে।
আইন অনুযায়ী তাজমহলে কোনো বিজ্ঞাপন বা অনুরূপ কোনো কাজের চিত্রায়ন নিষিদ্ধ।তাজমহলের কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অলিভিয়া কালপোর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে এএফপির কাছে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘মিস ইউনিভার্স সংস্থা বর্তমান মিস ইউনিভার্সকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার জন্য ভারতের জনগণের কাছে গভীর দুঃখ প্রকাশ করছে।’বিবৃতিতে বলা হয়, কালপো তার ভক্তদের জন্য একটি ভিডিও ডায়েরি তৈরি করছিলেন। তারই অংশ হিসেবে ওই ভিডিও শুটগুলো নেয়া হয়। কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়। বিবৃতিতে এ ঘটনায় যে কোনো ধরনের অনিচ্ছাকৃত অশোভন বা অসংবেদনশীল আচরণের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাওয়া হয়।

No comments

Powered by Blogger.