পাক প্রেসিডেন্ট মামনুনের শপথ সম্পন্ন

পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মামনুন হুসাইন সোমবার দেশের ১২তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের একান্ত অনুগত হিসেবে পরিচিত মামনুন হুসাইনের দেশের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনে পাকিস্তানের গণতান্ত্রিক উত্তরণ সুসংহত হবে বলে আশা করা হচ্ছে। শপথ অনুষ্ঠানে ১২টি প্রদেশের প্রধানরাও উপস্থিত ছিলেন। এদিকে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের প্রাক্কালে বিদায়ী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি রোববার পদত্যাগ করছেন।
ভারতীয় বংশোদ্ভূত সফল বস্ত্রব্যবসায়ী ৭৩ বছর বয়সী মামনুন হুসাইনের জীবনের অধিকাংশ সময় কেটেছে করাচির ব্যবসায়ী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। তিনি একটি টেক্সটাইল প্রতিষ্ঠানের মালিক এবং ১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত দ্বিতীয় মেয়াদে নওয়াজ শরিফের প্রধানমন্ত্রিত্বকালে করাচি চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পালন করেন। এক্সপ্রেস ট্রিবিউন।

No comments

Powered by Blogger.