যা কিছু প্রথম



যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।
ধর্ষণবিরোধী আইন
প্রাচীনকালে ধর্ষণকে কেবল সামাজিক অপরাধ হিসেবে বিবেচনা করা হতো। ধর্ষণকারী অচ্ছুৎ হিসেবে বিবেচিত হতো নিজের পরিবার ও সমাজে। অনেক সময় ধর্ষণের অপরাধে তাকে হত্যাও করা হতো। কিন্তু ব্যাবিলনীয় সভ্যতার সময়কাল থেকে ধর্ষণকে রাষ্ট্রীয়ভাবেই অপরাধ হিসেবে বিবেচনা করা শুরু হয়। খ্রিষ্টপূর্ব ১৯০০ ব্যাবিলনীয় সম্রাটের শাসনকালে হামুরাবি আইনের ১৩০ ধারায় ধর্ষণকে একটি মৃত্যুদণ্ডতুল্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়। তবে সেই হামুরাবি আইনের ১৩০ ধারারও কিছু সীমাবদ্ধতা ছিল। আইনটি কেবল প্রযোজ্য ছিল বিবাহিত নারীকে ধর্ষণের ক্ষেত্রে। কুমারী নারী ধর্ষণের শাস্তি কী হবে বা আদৌ কোনো ধর্ষণকারী অবিবাহিত নারীকে ধর্ষণের কারণে শাস্তি পাবে কি না, সে ব্যাপারে হামুরাবি আইনে কিছু উল্লেখ ছিল না।
 দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল

No comments

Powered by Blogger.