শেংগেনভুক্ত এলাকায় পাসপোর্টহীন চলাচল সাময়িক বন্ধ

আফ্রিকার শরণার্থীরা সম্প্রতি ব্যাপকহারে ভিড় করতে থাকায় শেংগেনভুক্ত ২৭টি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা এ অঞ্চলে পাসপোর্টহীন চলাফেরার সুযোগ সাময়িকভাবে সীমিত করতে একমত হয়েছেন। আগামী ২৪ জুন এক শীর্ষ বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত মতৈক্য হতে পারে।
শেংগেন চুক্তি অনুযায়ী এর আওতাভুক্ত কোনো দেশের জাতীয় নিরাপত্তার হুমকিসহ বিশেষ পরিস্থিতিতে সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করার বিধান রয়েছে। অন্য সময় এক দেশের নাগরিকেরা অবাধে অন্য দেশের সীমান্ত পাড়ি দিতে পারে।
সম্প্রতি তিউনিসিয়ার কয়েক হাজার নাগরিক জীবন বাঁচাতে ইতালি ও মাল্টায় পালিয়ে আসে। পরে তাদের সাময়িক ভ্রমণ-ভিসা দেয় রোম। কিন্তু তিউনিসিয়া থেকে পালানো মানুষগুলোর বেশির ভাগই ফ্রান্সের দিকে যাত্রা শুরু করলে তাদের ঠেকাতে ফরাসি কর্তৃপক্ষ দেশটির দক্ষিণ-পূর্ব সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করে। শরণার্থীদের ভ্রমণ-ভিসা দেওয়ার এ ঘটনার পর ফ্রান্স ও ইতালির মধ্যে সম্পর্কে কিছুটা তিক্ততা সৃষ্টি হয়। এ পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই গত বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠকে বসেন মন্ত্রীরা।

No comments

Powered by Blogger.