কিউবায় মার্কিন নাগরিকের ১৫ বছরের দণ্ড

রাষ্ট্রবিরোধী অপরাধে জড়িত থাকার অপরাধে কিউবার একটি আদালত মার্কিন সাহায্যকর্মী অ্যালেন গ্রসকে (৬১) ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।
কিউবার ওই আদালত ৫ মার্চ অ্যালেন গ্রসকে রাষ্ট্রবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেন। তবে আদালত তখন তাঁর শাস্তি ঘোষণা করেননি। আইনজীবীরা আদালতের কাছে গ্রসের ২০ বছরের কারাদণ্ড চেয়েছিলেন।
কিউবার আইনজীবীরা দাবি করেছেন, মার্কিন সরকারের অর্থায়নে গ্রস দেশটিতে ইন্টারনেটের অবৈধ সংযোগ স্থাপন করছিলেন।
২০০৯ সালের ডিসেম্বর মাসে কিউবা সরকার গ্রসকে গ্রেপ্তার করে। মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে কিউবায় গণতন্ত্র উন্নয়ন প্রকল্পে গ্রস কাজ করছিলেন।
গ্রসের স্ত্রী জুডি মানবিক কারণে তাঁর স্বামীকে মুক্তি দিতে কিউবার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। গ্রস কারাগারে নানা ধরনের রোগে ভুগছেন বলে তিনি দাবি করেন।
এদিকে মার্কিন সরকার সতর্ক করে দিয়ে বলেছে, গ্রসের মুক্তির আগে কিউবার সঙ্গে আর কোনো সম্পর্কোন্নয়ন নয়।

No comments

Powered by Blogger.