সৌদি আরবের কাছে বেন আলীকে ফেরত চেয়েছে তিউনিসিয়া

তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলীকে দেশে ফেরত পাঠাতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। তাঁকে বিচারের মুখোমুখি করতে এই আহ্বান জানানো হয়েছে।
বেন আলী ২৩ বছর তিউনিসিয়ার ক্ষমতায় ছিলেন। গত মাসে গণ-অভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে সৌদি আরবে আশ্রয় নেন। ৭৪ বছর বয়সী বেন আলী বর্তমানে গুরুতর অসুস্থ। তিনি সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎ সাধীন।
তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বেন আলী ‘সাংঘাতিক অপরাধে’ জড়িত। তিনি তিউনিসিয়ার জনগণকে হত্যার দিকে ঠেলে দিয়েছিলেন। বেন আলীকে ফেরত চাইলেও তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
বেন আলীর শাসনামলে অর্থনৈতিক সমৃদ্ধি আর রাজনৈতিক স্থিতিশীলতা এলেও তাঁর বিরুদ্ধে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

No comments

Powered by Blogger.