প্রথম দিনের ব্যাটিংকেই দুষছেন ভেট্টোরি
প্রথম দুটি টেস্ট ড্র। তবে শেষ টেস্টে ইনিংস ও ১৯৮ রানের বিশাল হারের লজ্জা, ১-০ ব্যবধানে সিরিজ হার। আর এর জন্য প্রথম দিনে ব্যাটসম্যানদের দুর্বল ব্যাটিংকেই দায়ী করছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরি।
প্রথম ইনিংসের প্রথম দিনেই নিউজিল্যান্ড অলআউট হয় ১৯৩ রানে। জবাবে ৮ উইকেটে ৫৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। ভারতীয়দের রানের পাহাড়কে সামনে রেখে দ্বিতীয় ইনিংসে কিউইরা গুটিয়ে যায় মাত্র ১৭৫ রানে। ক্রিকইনফো জানায়, ইনিংস ব্যবধানে হেরে সিরিজ খোয়ানো সম্পর্কে ডেনিয়েল ভেট্টোরি বলেন, ‘মোটের ওপর বলতে গেলে গত দুটি টেস্টের চেয়ে এ টেস্টে খারাপ করেছি আমরা। আসলে প্রথম ইনিংসই কোনো দলকে খেলায় রাখে। টস জিতে ব্যাট করে মাত্র ১৯৩ রানে অলআউট হয়ে যাওয়ায় প্রচুর চাপে পড়ে গিয়েছিলাম আমরা।’
প্রথম ইনিংসের প্রথম দিনেই নিউজিল্যান্ড অলআউট হয় ১৯৩ রানে। জবাবে ৮ উইকেটে ৫৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। ভারতীয়দের রানের পাহাড়কে সামনে রেখে দ্বিতীয় ইনিংসে কিউইরা গুটিয়ে যায় মাত্র ১৭৫ রানে। ক্রিকইনফো জানায়, ইনিংস ব্যবধানে হেরে সিরিজ খোয়ানো সম্পর্কে ডেনিয়েল ভেট্টোরি বলেন, ‘মোটের ওপর বলতে গেলে গত দুটি টেস্টের চেয়ে এ টেস্টে খারাপ করেছি আমরা। আসলে প্রথম ইনিংসই কোনো দলকে খেলায় রাখে। টস জিতে ব্যাট করে মাত্র ১৯৩ রানে অলআউট হয়ে যাওয়ায় প্রচুর চাপে পড়ে গিয়েছিলাম আমরা।’
No comments