প্রকৃতির কবলে কলম্বো টেস্ট
রাতভর বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। বল মাঠে গড়ানো সম্ভব হয়নি মধ্যাহ্নভোজনের আগ পর্যন্ত। শেষ পর্যন্ত খেলা শুরু হয়, কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ায় আলোক স্বল্পতা। ৩৭.২ ওভার পর খেলা প্রাথমিকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা না দেখায় দিনের খেলা এখানেই ইতি টানেন আম্পায়াররা।
প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রাহ ৮৪ রান। কিন্তু বিদায় নিয়েছেন তিনজন ব্যাটসম্যান। পঞ্চম ওভারেই দিনের প্রথম উইকেটের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ। রোচের বলে বোল্ড হন ৪ রানে থাকা দিলশান। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান পারানাভিতানাকেও (১৬) ফিরিয়েছেন এই বোলার। ২ রান করে স্যামির শিকার জয়াবর্ধনে। মাত্র ৩৪ রানে তিন উইকেট চলে যাওয়ায় বিপর্যয়ে পড়ে যায় শ্রীলঙ্কা। তবে প্রাথমিক এ বিপর্যয় কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও থিলান সামারাবিরা। আলোক স্বল্পতার কারণে দিনের খেলা বন্ধ হওয়ার সময় সাঙ্গাকারা ২৫ ও সামারাবিরা ২৬ রানে অপরাজিত ছিলেন
প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রাহ ৮৪ রান। কিন্তু বিদায় নিয়েছেন তিনজন ব্যাটসম্যান। পঞ্চম ওভারেই দিনের প্রথম উইকেটের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ। রোচের বলে বোল্ড হন ৪ রানে থাকা দিলশান। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান পারানাভিতানাকেও (১৬) ফিরিয়েছেন এই বোলার। ২ রান করে স্যামির শিকার জয়াবর্ধনে। মাত্র ৩৪ রানে তিন উইকেট চলে যাওয়ায় বিপর্যয়ে পড়ে যায় শ্রীলঙ্কা। তবে প্রাথমিক এ বিপর্যয় কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও থিলান সামারাবিরা। আলোক স্বল্পতার কারণে দিনের খেলা বন্ধ হওয়ার সময় সাঙ্গাকারা ২৫ ও সামারাবিরা ২৬ রানে অপরাজিত ছিলেন
No comments