আটক চীনা নাবিককে মুক্তি দেবে জাপান

জাপান আটক চীনা নাবিককে মুক্তি দেবে। জাপানেরই গণমাধ্যম এ খবর জানিয়েছে।
জাপানি কর্তৃপক্ষ প্রায় দুই সপ্তাহ আগে পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ একটি দ্বীপের কাছ থেকে জেহান কিউজিওন নামে ওই চীনা নাবিককে আটক করে।
তাঁর বিরুদ্ধে দুটি পেট্রলবাহী জাহাজ ফুটো করে দেওয়ার অভিযোগ আনা হয়।
এ নিয়ে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। চীন আটক নাবিকের দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করে আসছিল।
এদিকে চীনের সামরিক এলাকায় অবৈধভাবে আলোকচিত্র গ্রহণের অপরাধে কর্তৃপক্ষ চার জাপানি নাগরিককে সে দেশে আটক করার ঘটনার পরই জাপান ওই নাবিককে মুক্তি দেয়।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বেইজিংয়ে অবস্থিত জাপানি দূতাবাস এ খবর নিশ্চিত করেছে।
এ সপ্তাহের শুরুর দিকে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেছেন, এ অবস্থার জন্য জাপানই দায়ী এবং তিনি ওই নাবিকের দ্রুত মুক্তি দাবি করেন।
গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ অঞ্চলে এই ইস্যু নিয়ে দীর্ঘমেয়াদি কোনো প্রভাব পড়ার আগেই উভয় দেশকে উদ্ভূত সমস্যার দ্রুত সমাধান করার আহ্বান জানান।
কয়েক দিন আগেই ‘উগ্র জাতীয়তাবাদ’ উসকে দেওয়া থেকে বিরত থাকতে চীনকে সতর্ক করে দিয়েছিল জাপান।
জাপান চীনকে সতর্ক করে দিয়ে বলে, উভয় দেশকে ‘উগ্র জাতীয়তাবাদ’ উসকে দেওয়া থেকে বিরত থাকতে হবে।
আটক চীনা নাবিকের আটকাদেশ বাড়ানোর ব্যাপারে পাল্টা ব্যবস্থা নেওয়ার যে ঘোষণা চীন দিয়েছিল, তা প্রতিহত করতে সব ধরনের পন্থা অবলম্বন করারও ঘোষণা দেয় জাপান।
গত রোববার জাপানের একটি আদালত আটক ওই চীনা নাবিকের আটকাদেশ আরও ১০ দিন বাড়ানোর কারণে চীন জাপানের সঙ্গে উচ্চপর্যায়ের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।
এ ছাড়া সাংহাই এক্সপোতে অংশ নেওয়া প্রায় এক হাজার জাপানি তরুণকে চীন সরকার তাদের দেশে স্বাগত না জানানোর ঘোষণাও দেয়।

No comments

Powered by Blogger.