আর্সেনালকে হারাল ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে কয়েক দিন আগে। এরই মধ্যে মৌসুমের প্রথম বড় ম্যাচটা হয়ে গেল। ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল দ্বৈরথটাও ছিল জমজমাট। জয়টা শেষ পর্যন্ত ম্যানইউর। ব্যবধান ২-১।
ম্যানইউর অস্ত্রভাণ্ডারে এবার ক্রিস্টিয়ানো রোনালদো আর কার্লোস তেভেজ নেই, নতুন দল নিয়ে প্রথম বড় বাধাটা ম্যান পেরুল খানিকটা সৌভাগ্যের পরশ নিয়ে। পিছিয়ে পড়েও ম্যাচটা জিতল তারা। প্রতিপক্ষের মাঠে ৪০ মিনিটে আর্সেনালকে এগিয়ে নেন রুশ স্ট্রাইকার আন্দ্রেই আরশাভিন। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে ১-১ করেন ওয়েইন রুনি। এরপর দুদলেরই এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু আত্মঘাতী গোল আর্সেনালকে ঠেলে দিয়েছে পরাজয়ের দিকে। ৬৪ মিনিটে ফ্রি কিক থেকে বল ক্লিয়ার করতে গিয়ে আর্সেনালের দিয়াবি বল ঢুকিয়ে দেন নিজেদেরই জালে।
কাল অন্য ম্যাচে জনসন, তোরেস ও জেরার্ডের গোলে লিভারপুল (৩-২) হারিয়েছে বোল্টনকে। বার্নলির বিপক্ষে আনেলকা, বালাক ও অ্যাশলি কোল গোল করে সহজ জয় এনে দিয়েছেন চেলসিকে (৩-০)।

No comments

Powered by Blogger.