আইপিএলে প্রলুব্ধ ক্লার্ক

আইপিএলের প্রলোভন থেকে আর দূরে সরে থাকতে পারছেন না মাইকেল ক্লার্ক। কোটি টাকার এই টুর্নামেন্টের প্রথম দুই আসরে নিজেকে সরিয়ে রাখা অস্ট্রেলীয় সহ-অধিনায়ক জানিয়েছেন, ২০১০ আইপিএলে তিনি অংশ নিতে আগ্রহী।
কেভিন পিটারসেন-অ্যান্ড্রু ফ্লিনটফদের মিলিয়ন ডলারে বিকোতে দেখে ক্লার্কের মনেও আইপিএলে খেলার ইচ্ছা জাগতে পারে। অবশ্য অস্ট্রেলীয় ব্যাটসম্যান টাকার চেয়ে বড় করে দেখাচ্ছেন, জাতীয় দলের প্রয়োজনটাই। তাঁর মতে, ২০১০ আইপিএলের পাঁচ দিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএলে খেলে এলে প্রস্তুতিটা জম্পেশ হবে।
‘অবশ্যই আইপিএলে খেলার ইতিবাচক দিক হলো এর পরই টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ। তাই আইপিএলে যারা খেলবে তাদের জন্য প্রস্তুতিটা ভালোই হবে। অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলেই তারা এই টুর্নামেন্টে খেলতে আসবে’—বলেছেন ক্লার্ক।
শোনা যাচ্ছে, সতীর্থ মিচেল জনসনেরও নাকি একই মত। তবে এ দুজনকে একটা দুঃসংবাদও শুনতে হচ্ছে। দেরিতে আইপিএলে যোগ দেওয়ায় আগের মতো টাকা এঁরা পাবেন না।

No comments

Powered by Blogger.